1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুধবার দুপুরে বাংলাদেশে হামুনের ল্যান্ডফল

২৪ অক্টোবর ২০২৩

বঙ্গোপসাগরের উপর আরো শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় হামুন। ভারতের পারাদ্বীপ থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।

https://p.dw.com/p/4XwDE
সাইক্লোন হামুন
ধেয়ে আসছে সাইক্লোন হামুনছবি: NASA Worldview/EOSDIS/AP/picture alliance

ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সকাল ছয়টা নাগাদ বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি ভারতের পারাদ্বীপ বন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে ঝড়টির দূরত্ব এখন ২৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

মৌসম ভবন জানিয়েছে, ঝড়টি উত্তর উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। বুধবার দুপুরে বাংলাদেশের স্থলভাগে ল্যান্ডফল করার কথা ঝড়টির। পশ্চিমবঙ্গ ছুঁয়ে বাংলাদেশের দিকে এগোনোর কথা ঘূর্ণিঝড়টির। বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চলে ল্যান্ডফল হওয়ার কথা। এর জেরে বংলাদেশে ব্যাপক বৃষ্টি হতে পারে।

কেন ঘূর্ণিঝড় হয়?

পশ্চিমবঙ্গের সাতজেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সোমবার রাত থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার রাত এবং বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। মৎসজীবীদের আগামী দুই দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দিল্লির মৌসম ভবন জানিয়েছে, হামুনের প্রভাবে ওড়িশা, পশ্চিমবঙ্গ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, আসাম এবং মেঘালয়ে বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গে মঙ্গলবার সারা দিনই হাল্কা বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। দুর্গাপুজো চলার কারণে রাজ্যে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে আরব সাগরের উপরেও আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম তেজ। রোববার বিকেলেই নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ইয়েমেনের উপকূল পার করে লযান্ডফল শুরু করেছে ওই ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে পশ্চিম ভারতের একাধিক রাজ্যেও আগামী দুই দিন বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।

এসজি/জিএইচ (মৌসম ভবন বুলেটিন)