1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাক পিষে দিলো ১২ জনকে

২১ নভেম্বর ২০২২

বিহারের বৈশালীতে রোববার রাতে একটি ধর্মীয় শোভাযাত্রায় দ্রুতগতির ট্রাক ঢুকে পড়ে। এর ফলে অন্তত ১২ জন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

https://p.dw.com/p/4Joif
বিহারের বৈশালীতে রোববার রাতে একটি ধর্মীয় শোভাযাত্রায় দ্রুতগতির ট্রাক ঢুকে পড়ে। এর ফলে অন্তত ১২ জন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
প্রতীকী ছবি। ছবি: Vishal Bhatnagar/NurPhoto/picture alliance

ঘটনাটি ঘটেছে পাটনা থেকে ৩০ কিলোমিটার দূরে  উত্তর বিহারে দেসরি থানা এলাকায়। রাত নয়টা নাগাদ কিছু মানুষ শোভাযাত্রা করে রাস্তার ধারে একটি গাছের নীচে জড়ো হন। তারা স্থানীয় দেবতা ভূমিয়া বাবার পূজা করছিলেন।

এমন সময় ট্রাকটি দ্রুতগতিতে আসে। ট্রাকের ধাক্কায় অন্তত ১২ জন মারা গেছেন। স্থানীয় মানুষদের দাবি, মৃতদের মধ্যে চারজন শিশু।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেয়ার কথা ঘোষণা করেছেন। তিনি টুইট করে বলেছেন, বৈশালীতে এই দুর্ঘটনায় আমি শোকস্তব্ধ।

ঘটনাস্থলে বিক্ষোভ

ঘটনার পর বেশ কিছুক্ষণ পুলিশ আসেনি। তখন মৃতের আত্মীয়রা এবং স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করেন। তারা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন। স্লোগান দেয়া শুরু হয়ে যায়। তাদের দাবি ছিল, পুলিশকে অবিলম্বে আসতে হবে।

পুলিশ সুপার জানিয়েছেন, আশপাশের বেশ কয়েকটি থানা থেকে পুলিশ কর্মীদের সংগ্রহ করতে হয়েছে বলে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জেলাশাসককে ফোন করে দ্রুত আহতদের চিকিৎসা করতে বলেন। নিয়মানুযায়ী তারা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান, সেটাও দেখতে বলেন।

জিএইচ/এসজি (পিটিআই)