বিশ্ব ব্যাংককে ক্ষমা চাওয়ার আহ্বান
১৩ ফেব্রুয়ারি ২০১৭শুক্রবার ক্যানাডার সংবাদ মাধ্যম জানায়, সেখানকার আদালত পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগকে ‘গুজব ও অনুমান নির্ভর' হিসেবে অভিহিত করেছে৷ মামলার বিচারক নরডেইমার চলতি বছরের জানুয়ারিতে এই রায় দিলেও শুক্রবার পর্যন্ত তা প্রকাশে নিষেধাজ্ঞা ছিল৷
ক্যানাডার আদালত দুর্নীতির অভিযোগে ২০১৩ সাল থেকে বিশ্বব্যাংকের সব উন্নয়ন প্রকল্পে ১০ বছরের জন্য নিষিদ্ধ ক্যানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন৷ ওই রায়ে এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও বাংলাদেশ-ক্যানাডার দ্বৈত নাগরিক, ব্যবসায়ী জুলফিকার ভূইয়াকেও অব্যাহতি দেয়া হয়৷
তখন অভিযোগ করা হয়েছিল, ‘‘পদ্মা সেতু প্রকল্পে পাঁচ কোটি ডলারের কাজ পেতে এসএনসি-লাভালিনের কর্মকর্তারা ২০১০ ও ২০১১ সালে বাংলাদেশের সেতু কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন৷''
ওই ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশের তখনকার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রীত্ব ছাড়তে হয়, যোগাযোগ সচিব মোশারফ হোসেনকে জেলে যেতে হয়৷ তারপরও বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে পদ্মা সেতুতে ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি বাতিল করে৷ তারপর অবশ্য সরকার নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতুর কাজ শুরু করে৷
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনও পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করে৷ তারা কোনো দুর্নীতির প্রমাণ না পওয়ার প্রতিবেদন দিলেও বিশ্বব্যাংক তা গ্রহণ করেনি৷ কিন্তু এবার ক্যানডার আদালতও দুর্নীতির অভিযোগ নাকচ করে দিল৷
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক এরই মধ্যে বিশ্বব্যাংককে বাংলাদেশ ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন৷ আর সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এক বিৃবতিতে বলেছেন, ‘‘বিশ্বব্যাংকের আনা দুর্নীতির অভিযোগটি পদ্মা সেতু ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল৷''
রবিবার রাতে সংসদে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করার দাবি তুলেছেন সংসদ সদস্যরা৷ বিমানমন্ত্রী রাশেদ খান মেনন সংসদে বলেন, ‘‘বিশ্বব্যাংকের অভিযোগের কারণে রাষ্ট্রের মর্যদাহানি হয়েছে৷ তাই রাষ্ট্রীয়ভাবে বিশ্বব্যাংকের বিরুদ্ধে অভিযোগ আনা উচিত৷ রাষ্ট্রের মর্যাদা পুনরুদ্ধারে রাষ্ট্রীয়ভাবে মামলা করতে হবে৷'' তিনি সরকারকে বাদী হয়ে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন৷
বিশ্বব্যাংক অভিযোগ তোলার পর ‘দুর্নীতি' নিয়ে সোচ্চার ছিল তখনকার বিরোধী দল বিএনপি৷ তবে ক্যানাডার আদালতের রায়ের পর বিএনপির মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে ক্যানাডার আদালত যে রায় দিয়েছেন, তা বিএনপির বিবেচনার বিষয় নয়৷ পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক তাদের অর্থ বন্ধ করে দিয়েছিল, এটাই বাস্তবতা৷''
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-ও তখন বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়েছিল৷ ক্যানাডার আদালতের রায়ের পর টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘হ্যাঁ, আমাদের কথামতো তখন নিরপেক্ষ তদন্ত হলে তখনই সত্য বেরিয়ে আসতো, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতো না৷ এখন সরকারের উচিৎ বিশ্ব ব্যাংকের আছে জবাবহিতা চওয়া৷ আর এটা একটি প্রক্রিয়ার মাধমে চাইতে পারে বাংলাদেশ৷''
তখন দুদক তদন্ত করেছিল এবং তারা দুর্নীতির প্রমাণ পায়নি৷ সেই প্রেক্ষাপটে সুলতানা কামাল বলেন, ‘‘দুদকের তদন্ত তো বিশ্বব্যাংক গ্রহণ করেনি৷ তাই আমরা বলেছিলাম, সবারকাছে গ্রহণযোগ্য একটা তদন্তের কথা৷''
ক্যানাডার আদালতের রায়ের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিশ্বব্যাংক৷ তবে ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জিমিয়াও ফান-এর পক্ষে ই-মেইলে সংবাদ মাধ্যমে পাঠানো প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ‘‘বিশ্বব্যাংক তার অর্থায়িত প্রকল্পে ঘুষ-দুর্নীতির অভিযোগকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে থাকে৷ যখন বিশ্বব্যাংকের একটি তদন্ত শেষ হয়, তখন সেই তদন্তের অনুসন্ধান পাঠানো হয় সংশ্লিষ্ট দেশকে৷ যেন তারা বিবেচনায় নিতে পারে যে, এর মধ্য দিয়ে তাদের জাতীয় আইন ক্ষুন্ন হয়েছে কিনা৷ পরবর্তীতে সেই সংশ্লিষ্ট দেশের পর্যবেক্ষণ বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়৷ প্রকাশিত পর্যবেক্ষণ সেই দেশকেই দেওয়া হয়৷''