1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব ব্যাংক কোনো অনৈতিক কাজ করেনি: গোলাম রহমান

১৯ জুলাই ২০১২

পদ্মা সেতু নির্মাণে সরকার সাধারণ মানুষের সহায়তা গ্রহণের যে প্রক্রিয়া শুরু করেছে, তা পর্যবেক্ষণ করবে দুর্নীতি দমন কমিশন বা দুদক৷ দুদক চেয়ারম্যান বলেন, এর কোনো পর্যায়ে অনিয়ম দেখা গেলে তারা তা তদন্ত করে ব্যবস্থা নেবেন৷

https://p.dw.com/p/15aqv
ছবি: DW

বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান৷ সেখানে সাংবাদিকরা তাঁকে পদ্মা সেতু প্রকল্পে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন৷ জানতে চান সাধারণ মানুষের দেয়া অর্থ নিয়ে যদি কোনো দুর্নীতি হয়, তাহলে দুদক কি করবে? জবাবে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, তারা বিষয়টি পর্যবেক্ষণে রাখছেন৷ যদি দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়, আর তা যদি দুদক'এর আওতায় পড়ে, তাহলে তারা অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবেন৷

সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, বিশ্ব ব্যাংক ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি'-র প্রাক যোগ্য যাচাই পুনর্মূল্যায়নের অনুরোধ করেছে বেশ কয়েকবার৷ কিন্তু কোম্পানিটি প্রাক যোগ্যতা যাচাইয়ে উত্তীর্ণ হতে পারেনি৷ অবশ্য এতে দোষের কিছু নেই বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান৷ কারণ ঐ কোম্পানিকে কাজ দেয়ার জন্য বিশ্ব ব্যাংক কোনো চাপ সৃষ্টি করেনি৷

Kaptai Lake in Bangladesh Flash-Galerie
ছবি: DW

তিনি আবারো বলেন, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতির প্রমাণ এখনো তারা পাননি৷ আর বিশ্ব ব্যাংক যে কাগজ দিয়েছে, তা হল ক্যানাডিয়ান কোম্পানি এসএনসি লাভালিন'এর একজন কর্মকর্তার ডায়েরি৷ তাতে বাংলাদেশের কিছু ব্যক্তির নাম রয়েছে, কাজ পেলে তাদের টাকা দিতে হবে৷ এদিয়ে দুর্নীতি প্রমাণ হয়না বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান