পদ্মা সেতু
১৮ জুলাই ২০১২পদ্মা সেতু নির্মাণে সাধারণ মানুষের আর্থিক সহায়তা গ্রহণ করবে সরকার৷ এজন্য দুটি ব্যাংক অ্যাকাউন্ট খোলারও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷ তবে এর আগেই বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন পদ্মা সেতুতে দেয়ার নামে অর্থ আদায় শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং একজন ছাত্র নিহত হওয়ার পেছনেও রয়েছে পদ্মা সেতুর নামে আদায় করা টাকার ভাগাভাগি৷
এ বিষয় নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ তিনি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, পদ্মা সেতুর জন্য কোন ব্যক্তি বা সংগঠনের টাকা আদায়ের কোন সুযোগ নেই৷ এটা চাঁদাবাজি ছাড়া আর কিছুই না৷ তিনি বলেছেন, এজন্য দুটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে৷ সেই অ্যাকাউন্টে স্বেচ্ছায় টাকা জমা দেয়া যাবে৷ এখানে কোন জোর জবরদস্তির বিষয় নেই৷
এদিকে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাঘব বোয়ালদের দুর্নীতি আড়াল করতেই সরকার এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা বলছে৷ তাঁর মতে, বাক্স খুলে পয়সা জমা নিয়ে পদ্মা সেতু নির্মাণ সম্ভব নয়৷
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন৷ তিনি বলেছেন, পদ্মা সেতু নির্মাণ করে বিশ্ববাসীকে দেখিয়ে দেয়া হবে যে বাংলাদেশেও পারে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন