1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব অর্থনীতিতে প্রশ্নের মুখে হংকংয়ের গুরুত্ব

৪ আগস্ট ২০২০

চীনের নতুন নিরাপত্তা আইন প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র হংকং৷ রাজনৈতিক টানাপোড়েনের মাঝে কোন দিকে হাঁটছে হংকং?

https://p.dw.com/p/3gO2K
Hongkong Victoria Harbour | Aussichtsplattform
ছবি: Getty Images/AFP/I. Lawrence

৩০ জুন চীন কর্তৃপক্ষ হংকঙের জন্য নতুন আইন প্রণয়ন করে৷ এই আইনের আওতায় আসছে সব ধরনের সরকারবিরোধী প্রতিবাদ কর্মসূচি, থাকছে হংকঙে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ নীতি৷ ইতিমধ্যেই, এই আইন ব্যবহার করে গ্রেপ্তার হয়েছেন কয়েক জন শিক্ষার্থী৷

পাশাপাশি, চীনের বিশেষ অঞ্চলের মর্যাদায় থাকা হংকঙে গণতন্ত্রের দাবিদারদের আন্দোলনে বড় ধাক্কা এই আইন, বলে মনে করছেন অনেকে৷ গত সপ্তাহে আরো জানানো হয় যে হংকঙের সংসদীয় নির্বাচনও পিছিয়ে দেওয়া হয়েছে আরো এক বছরের জন্য৷

শুধু তাই নয়, হংকঙের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি ল্যাম মনে করেন, বর্তমান আইন ও অতিমারিকালীন আরেকটি আইনের যুগ্ম ধাক্কায় কমতে পারে বিশ্ব অর্থনীতিতে এতদিন যাবত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হংকং৷

‘এক দেশ, এক ব্যবস্থা’

পশ্চিমা রাষ্ট্রগুলির মত, ২০৪৭ সাল পর্যন্ত হংকঙের স্বায়ত্তশাসনের যে সুবিধা ছিল চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা' নীতিতে, তা বর্তমানে ভেঙে পড়ছে৷

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্দেশ দেন হংকঙের সাথে তাদের বিশেষ বাণিজ্য সম্পর্কে ইতি টানতে৷ এছাড়া, আরো বহু গুরুত্বপূর্ণ বাণিজ্য সংস্থাও আস্তে আস্তে তাদের হংকঙের পাট চুকিয়ে আনছে নতুন আইনের অতি-নিয়ন্ত্রণের কারণে৷

বার্লিনের জার্মান ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্টেট এফেয়ার্সের বাণিজ্য বিশেষজ্ঞ হেরিবার্ট ডিটারের মত,ইতিমধ্যেই ডয়চে ব্যাংকের এশিয়া কার্যালয় হংকং থেকে সরিয়ে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে৷ এই পদক্ষেপ থেকেই বোঝা যাচ্ছে কীভাবে হংকঙের পরিবর্তিত পরিস্থিতিতে বাণিজ্য সংস্থাগুলি তাদের নীতি বদলাচ্ছে৷

একটি রাজনৈতিক আইন প্রণয়ণ কেন বাণিজ্যে প্রভাব ফেলবে, এই প্রশ্নে ডিটার বলেন, ‘‘ব্যাংকের কর্মকর্তা ও বাণিজ্য বিশেষজ্ঞদের কার্যকলাপে বাড়তি নজরদারি সম্ভব করবে এই আইন৷ কীভাবে সরকার তা করবে, এটা এখন স্পষ্ট না হলেও, আইনে এটা করার যথেষ্ট জায়গা রয়েছে৷’’

কোথায় দাঁড়িয়ে হংকং?

চীনের অর্থনীতিতে যতটা গুরুত্বপূর্ণ হংকং, তার চেয়ে অনেক বেশি তার মর্যাদা আন্তর্জাতিক বাজারে৷ বাজার বিশেষজ্ঞদের মত, নিউ ইয়র্ক ও লন্ডনের পরেই বিশ্বের অর্থনৈতিক প্রাণকেন্দ্র নিঃসন্দেহে হংকং৷

এতদিন যাবত হংকঙের স্বায়ত্বশাসন, স্বাধীন বিচারব্যবস্থা, নিম্নমূল্যের কর ও তুলনামূলকভাবে কম রাজনৈতিক হস্তক্ষেপ হংকংকে বানিয়েছিল ব্যবসার জন্য স্বর্গরাজ্য৷ চীনের ইউয়ানের বদলে হংকঙের বাজার চলত হংকং ডলারের হিসাবে৷

ডিটার বলেন, ‘‘হংকং ছিল চীনের একমাত্র বাণিজ্যকেন্দ্র যেখানে অর্থের চলাফেরায় কোনো হস্তক্ষেপ ছিল না৷ এখানের হংকং ডলারের বদলে এখন চীনা ইউয়ান সবকিছু আরো দামী ও জটিল করে তুলবে৷’’

হংকঙের এই মর্যাদাবদলের ফলে আন্তর্জাতিক লগ্নিকারী শক্তিদের সাথে চীনের সম্পর্কে বদল আসছে৷ ডিটারও এবিষয়ে সমান চিন্তিত৷ তিনি বলেন, ‘‘চীন সরকার কেন অস্ট্রেলিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের মতো লগ্নিকারীদের পথ জটিল করছে, তা নিয়ে আমিও ভাবিত৷ এর একটাই কারণ হতে পারে আমার মতে৷ হয়তো এভাবেই চীনের কমিউনিস্ট পার্টি চীনকে বিশ্ববাজার থেকে বিচ্যুত করে রাখতে চায়৷ এর কোনো প্রমাণ আমি নথি দিয়ে দেখাতে পারব না৷ এটা শুধুই আমার একটা ধারণা৷’’

ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যেই হংকঙের ওপর বিশেষ বাণিজিক বিধিনিষেধ আরোপ করেছে৷ কিন্তু তা চীনের সাথে তাদের বাণিজইক সম্পর্কে গুরুতর বদল আনবে না৷ প্রভাব যা পড়ার, থাকবে হংকঙের স্বায়ত্তশাসিত বাজারের আন্তর্জাতিক মর্যাদার ওপর৷

শ্রীনিবাস মজুমদারু/এসএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান