‘বিরোধী দল ছাড়া সংলাপ সফল হবে না’
২৩ ডিসেম্বর ২০১১নির্বাচন কমিশন গঠন নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সংলাপকে বিশিষ্টজনেরা শুভ বললেও তাঁরা মনে করেন বিরোধী দলকে আস্থায় নিতে না পারলে সফল হবে না৷ তবে বিরোধী দলেরও এই সংলাপে আসা উচিত বলে মনে করছেন বিশিষ্টজনেরা৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, সংলাপের বিষয়টি রুলিং পার্টি পরিষ্কার করতে পারেনি৷ তাদের এই বিষয়টি আরো পরিষ্কার করা উচিত ছিল৷
আর টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, রাষ্ট্রপতির এই সংলাপে বিরোধী দল না এলে তার দায় সরকার এড়াতে পারবে না৷ সরকারকে এক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে হবে৷ বিরোধী দল যা বলছে তা তাদের শুনতে হবে৷
অধ্যাপক মোজাফ্ফর আহমেদ মনে করেন, প্রথম দিনের আলোচনায় উঠে এসেছে সার্চ কমিটির কথা৷ যদি এই সার্চ কমিটি করতেই হয়, তাহলে কাদের নিয়ে করা হবে তা আলোচনার মাধ্যমে ঠিক হওয়া উচিত৷ তবে সাংবিধানিক পদে যারা আছেন তাদের নিয়ে সার্চ কমিটির প্রস্তাব এসেছে৷ অন্য বিকল্প হিসেবে তিনি বলেন, আগে যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের নিয়েও সার্চ কমিটি করা যেতে পারে৷
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদ মনে করেন, আমাদের সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হল নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কোন গাইড লাইন নেই৷ যে কাউকে ধরে নিয়ে বসিয়ে দেয়া সম্ভব৷ তিনি মনে করেন, রাষ্ট্রপতির উপর সবাইকে আস্থা রাখতে হবে৷ তিনি আলোচনা করেই ঠিক করবেন৷
প্রসঙ্গত বৃহস্পতিবার বঙ্গভবনে জাতীয় পার্টির বক্তব্য শোনার মধ্য দিয়ে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এই সংলাপ শুরু হয়েছে৷ প্রথম দিন জাতীয় পার্টি এবং জাসদের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ হয়েছে৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক