1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতির সংলাপ উদ্যোগ নিয়ে বিএনপি

২৩ ডিসেম্বর ২০১১

বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান নিজে কেন সংলাপের উদ্যোগ নিলেন, এর পেছনে কি মতলব আছে তা উদ্ঘাটন করা যায়নি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

https://p.dw.com/p/13Xt0
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

চলতি মাসেই ঢাকায় গণমিছিলের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলসহ স্বাধীনতার সপক্ষের রাজনৈতিক দলগুলো৷

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যাদের হাতে কার্যকর ক্ষমতা আছে তারা উদ্যোগ নিলে সংলাপ ফলপ্রসূ হতো, সুফল পাওয়া যেতো৷ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী প্রস্তাব করবেন, রাষ্ট্রপতি তাতে সই করবেন৷ এখন রাষ্ট্রপতি নিজে কেন এ উদ্যোগ নিলেন, এর পেছনে কি মতলব আছে তা আমরা উদ্ঘাটন করতে পারিনি৷ তবে রাষ্ট্রপতি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংলাপের এই উদ্যোগ নিয়েছেন বলে মনে করেন তিনি৷ তার পরেও রাষ্ট্রপতির চিঠি হাতে পাওয়ার পরে আমাদের নীতিনির্ধারণী বৈঠকে বসে ওই সংলাপে যাবো কি যাবো না তা দেশবাসীকে জানাবো৷

সংবাদ সম্মলনে মির্জা ফখরুল ইসলাম আগামী ২৪শে ডিসেম্বর থানা, উপজেলা ও পৌর এলাকায় এবং ২৬শে ডিসেম্বর সারা দেশের জেলা শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন৷ বিগত কয়েকদিন ধরে বিএনপির নেতা কর্মীদের উপর করা নির্যাতন, রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দেওয়া, হত্যা, গুম, গ্রেপ্তারের কারণে এ কর্মসূচীর ঘোষণা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব৷

এদিকে চলতি মাসেই ঢাকায় গণমিছিলের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলসহ স্বাধীনতার সপক্ষের রাজনৈতিক দলগুলো৷ ব্যাপক মানুষের সমাগম ঘটিয়ে ঢাকাকে জনসমুদ্র ও মিছিলের নগরীতে পরিণত করা হবে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ৷ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অপর সদস্য আমির হোসেন আমু সকল মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য