রাষ্ট্রপতির সংলাপ উদ্যোগ নিয়ে বিএনপি
২৩ ডিসেম্বর ২০১১চলতি মাসেই ঢাকায় গণমিছিলের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলসহ স্বাধীনতার সপক্ষের রাজনৈতিক দলগুলো৷
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যাদের হাতে কার্যকর ক্ষমতা আছে তারা উদ্যোগ নিলে সংলাপ ফলপ্রসূ হতো, সুফল পাওয়া যেতো৷ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী প্রস্তাব করবেন, রাষ্ট্রপতি তাতে সই করবেন৷ এখন রাষ্ট্রপতি নিজে কেন এ উদ্যোগ নিলেন, এর পেছনে কি মতলব আছে তা আমরা উদ্ঘাটন করতে পারিনি৷ তবে রাষ্ট্রপতি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংলাপের এই উদ্যোগ নিয়েছেন বলে মনে করেন তিনি৷ তার পরেও রাষ্ট্রপতির চিঠি হাতে পাওয়ার পরে আমাদের নীতিনির্ধারণী বৈঠকে বসে ওই সংলাপে যাবো কি যাবো না তা দেশবাসীকে জানাবো৷
সংবাদ সম্মলনে মির্জা ফখরুল ইসলাম আগামী ২৪শে ডিসেম্বর থানা, উপজেলা ও পৌর এলাকায় এবং ২৬শে ডিসেম্বর সারা দেশের জেলা শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন৷ বিগত কয়েকদিন ধরে বিএনপির নেতা কর্মীদের উপর করা নির্যাতন, রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দেওয়া, হত্যা, গুম, গ্রেপ্তারের কারণে এ কর্মসূচীর ঘোষণা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব৷
এদিকে চলতি মাসেই ঢাকায় গণমিছিলের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলসহ স্বাধীনতার সপক্ষের রাজনৈতিক দলগুলো৷ ব্যাপক মানুষের সমাগম ঘটিয়ে ঢাকাকে জনসমুদ্র ও মিছিলের নগরীতে পরিণত করা হবে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ৷ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অপর সদস্য আমির হোসেন আমু সকল মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক