1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি

২৮ অক্টোবর ২০১১

যুদ্ধপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন, এই কারণ দেখিয়ে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা৷ সংসদে এ নিয়ে আলোচনা নজিরবিহীন, বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ৷

https://p.dw.com/p/131EM
BNP chairperson Khaleda Zia at an election rally of four party alliances at the Jimkhana ground in Narayanganj. *** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’this photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’ ***
খালেদা জিয়া (ফাইল চিত্র)ছবি: Mustafiz Mamun

বুধবার আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্ত যুদ্ধপরাধীদের পক্ষে অবস্থান নেয়ায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান৷

এর জবাবে বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদীন ফারুক শুক্রবার সকালে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন৷ সংসদের বাইরের কোনও বিষয় নিয়ে ৬৮ বিধিতে আলোচনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি৷ আলোচনার জন্য এক ঘণ্টা সময় বরাদ্দ থাকলেও, নজিরবিহীনভাবে তা করা হয়েছে তিন ঘণ্টাব্যাপী৷ এতে ১৫ জন বক্তব্য রেখেছেন৷ তিনি বলেন, এ সংসদ সম্পূর্ণ অকার্যকর৷

জয়নুল আবদীন ফারুকের দাবি, বতর্মান সরকার তত্ত্বাবায়ক পদ্ধতিকে খুন করেছে৷ তারা বিল এনে এ পদ্ধতি পুনর্বহাল করলে বিএনপি সংসদে যাবে৷ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল করতে বিএনপি বেসরকারি বিল আনলে সংসদে তা কণ্ঠভোটে নাকচ হতে পারে৷ তাই সরকারি দলকেই এ বিল আনতে হবে৷ ১৯৯৬ সালের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমাদের সরকারের আমলে শেখ হাসিনাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানালে সরকারি দল হিসেবে খালেদা জিয়াই বিল পাস করিয়েছিলেন৷

এদিকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, নতুন কোন বিল নয়, বর্তমান সরকারের অধীনেই বিএনপিকে নির্বচনে আসতে হবে৷ যুদ্ধপরাধীদের বিচার শুরু হওয়ায় বিএনপি এখন আবোলতাবোল বকছে৷ এক সপ্তাহের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার ইঙ্গিত দেন তিনি৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য