1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন ৯০ দিনের মধ্যে সম্ভব নয়’

১৩ ডিসেম্বর ২০১১

দু’ভাগ হওয়া ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন করবেনা বর্তমান নির্বাচন কমিশন৷ ঘোষণা করবেনা তফসিল৷ নির্বাচনী আইন সংস্কার নিয়ে জটিলতায়ও অসন্তোষ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা৷

https://p.dw.com/p/13RKW
ঢাকাছবি: AP

ঢাকা সিটি কর্পোরেশনকে দু'ভাগ করার আইন পাশ হয় ২৯শে নভেম্বর৷ এরপর গেজেট প্রকাশ হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের অনুরোধ করে৷ সোমবার এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বেঠক করেন অন্য দু'জন নির্বাচন কমিশনারের সঙ্গে৷ বৈঠক শেষে নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেন, তাদের পক্ষে ৯০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়৷ আর ফেব্রুয়ারিতে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে৷ নতুন যারা আসবেন তারা নির্বাচন করবেন৷ আইনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা হলেও, না পারলে আরো ৯০ দিনের সুযোগ আছে৷ তিনি বলেন, সরকার ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার আগে তাদের সঙ্গে কথা বলেনি৷ আলোচনা করলে, জটিলতার বিষয়টি তারা সরকারকে জানাতে পারতেন৷ তিনি বলেন, নির্বাচনী আইন সংস্কারেও নানা জটিলতা হচ্ছে৷

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অবশ্যই ইভিএম পদ্ধতিতে হতে হবে৷ ৯০ দিনে তা সম্ভব হবেনা৷ ১৮০ দিন সময় পেলে নির্বাচন ইভিএম পদ্ধতিতে সম্ভব৷

তবে বর্তমান নির্বাচন কমিশন নরসিংদি পৌরসভার উপ-নির্বাচন আয়োজন করবে৷ আর কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা বাহিনী না থাকলেও দায়িত্ব পালন করবে ব়্যাব ও পুলিশের দেড় হাজার সদস্য৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য