1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপিএলে গেইল তাণ্ডব!

১৪ ডিসেম্বর ২০১৭

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএল-এর পঞ্চম আসরের ফাইনাল ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে রানের পাহাড় গড়েছিলেন ক্রিস গেইল৷ তাঁর সেই ঝড়ো ব্যাটিংয়ের ভিডিও এখন ভাইরাল হয়ে ঘুরছে ইন্টারনেট দুনিয়ায়৷

https://p.dw.com/p/2pLUh
T-20 Cricket Weltmeisterschaft West Indies
ফাইল ফটোছবি: picture-alliance/dpa

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএল-এর পঞ্চম আসরের ফাইনালে ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে শিরোপা জিতে নেয় রংপুর রাইডার্স৷ ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবই ছিল তাদের শিরোপা জয়ের মূল হাতিয়ার৷ সেই ম্যাচে গেইল একাই করেছিলেন ১৪৬ রান, যেখানে প্রতিপক্ষ ঢাকা ডাইনামাইটসের সব খেলোয়াড়ের রান ছিল ১৪৯৷

বিপিএল ফাইনালের সেই ম্যাচে ক্রিস গেইল করেছিলেন ৬৯ বলে অপরাজিত ১৪৬ রান৷ ওভারে ওভারে মেরেছন ছক্কা৷ পাঁচটি চারের পাশে সে ইনিংসে তিনি ছক্কা মেরেছিলেন ১৮টি৷ নিজের করা এক ইনিংসে ১৭ ছক্কার বিশ্ব রেকর্ডটাও সেই ম্যাচেই ভাঙেন তিনি৷

ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ১২ ডিসেম্বর গেইলের বিশ্ব রেকর্ড করা সেই ছক্কা আর রানের পাহাড়ের ভিডিও বিভিন্ন ইউটিউব চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্রিকেট প্রেমীরা৷ ‘ক্রিকার' নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করার এক দিনের মধ্যেই তা দেখা হয়েছে ৬ লাখ বারেরও বেশি৷

১১ ইনিংস ব্যাটিং করে এবারের বিপিএলে সর্বাধিক রানের মালিক হয়েছেন রংপুর রাইডার্সের ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান৷ ৪৮৫ রান করে তিনি সর্বাধিক রান সংগ্রাহের রেকর্ডও তাঁর৷ আর এই ৪৮৫ রান তিনি করেন মাত্র ২৭৫ বলে৷ এর মধ্যে ২৭২ রানই এসেছে শেষের দুই ইনিংসে৷ এবারের বিপিএলে অফিসিয়াল ‘ম্যান অব দা ম্যাচ' পুরস্কারের বাইরে ম্যাচের ‘এক্সাইটিং ক্রিকেটার' পুরস্কারও জিতেছেন ক্রিস গেইল৷

এমএম/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য