গেইলের দুর্ধর্ষ ৯৮ রান ভারতকে বিপাকে ফেলল
১০ মে ২০১০শর্ট বলের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা বহু পুরনো একটি বিষয়৷ রোববার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে এই দুর্বলতা ঝেড়ে ফেলার অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির ব্যাটসম্যানরা৷ কিন্তু ক্রিজে গিয়ে সেই পুরনো জুজুর ভয়ই ধরে বসল যুবরাজ আর গম্ভীরদের৷ ক্যালিপসোদের ফাস্ট বোলার তো দুরের কথা, মিডিয়াম পেসারদের শর্ট বল আর বাউন্স সামলাতে গিয়েই হিমশিম খেতে হয়েছে তাঁদের৷ ফলে ওয়েস্ট ইন্ডিজের ১৬৯ রানকে মনে হয়েছে পাহাড়সমান৷ সুরেশ রায়নার ২৫ বলে ৩২ ছাড়া আর কেউই তেমন রান করতে পারেননি৷ ফলে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ তেই শেষ হয় ভারতের ইনিংস৷
এর আগে ওয়েস্ট ইন্ডিজের পুরো ইনিংসই ছিল ওপেনার গেইলময়৷ নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার মাত্র দুই বল আগে রান আউট না হয়ে গেলে ছোট ক্রিকেটের বিশ্বকাপের আসরে হয়তো দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে যেতেন তিনি৷ মাত্র ৬৬ বলে ৯৮ রান করেন বাঁ হাতি ব্যাটসম্যান গেইল, যার মধ্যে রয়েছে ৫টি চার ও ৭টি ছয়৷
শ্রীলংকার শোচনীয় হার
এদিকে শ্রীলংকাকে মাত্র ৮৭ রানে অলআউটের লজ্জায় ডুবিয়ে ৮১ রানের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া৷ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রানে চার উইকেট হারিয়ে বসে অসিরা৷ কিন্তু দিনটি আসলে ছিল ক্যামেরন হোয়াইটের৷ তাই মাত্র ৪৯ বলে ৮৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি যাতে রয়েছে ছয়টি করে চার ও ছক্কা৷ ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া৷ জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই লংকান ব্যাটসম্যানরা চরম দায়িত্বহীনতার পরিচয় দেন৷ মাত্র ৪৯ রানের মধ্যেই আউট হয়ে যান পাঁচ জন ব্যাটসম্যান৷ একের পর এক নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের ফিরতে দেখে শ্রীলংকার টেইল এন্ডারদের মধ্যেও যেন আউট হওয়ার নেশা চাপে৷ ফলে ৭৩ থেকে ৮৭ এই ১৪ রানের মধ্যে পতন ঘটে শেষ পাঁচটি উইকেটের৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়