বিপিএল'এর নিলামে দামি দেশি নাসির আর বিদেশি আফ্রিদি
১৯ জানুয়ারি ২০১২আর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন নাসির হোসেন৷ দুই লাখ ডলারে তাঁকে কিনে নেয় খুলনা রয়েল বেঙ্গলস৷
হোটেল ব়্যাডিসনে আজ পাকিস্তানের অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে দিয়ে শুরু হয় নিলাম৷ বেস প্রাইজ ১ লাখ ডলারে তাকে কিনে নেয় দুরন্ত রাজশাহী৷
এদিকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আফ্রিদির পর সবচেয়ে বেশি টাকা পাবেন ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইল৷ ৫ লাখ ৫১ হাজার ডলারে তাঁকে কিনেছে বরিশাল বার্নার্স৷
বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে মাহমুদউল্লাহর৷ এক লাখ ১০ হাজার ডলারে তাঁকে কিনেছে চিটাগাং কিংস৷ আবদুর রাজ্জাককে ৮৫ হাজার ডলারে কিনেছে খুলনা রয়েল বেঙ্গলস৷ জুনায়েদকে ৭০ হাজার ডলারে দুরন্ত রাজশাহী, ইমরুল কায়েসকে ৫০ হাজার ডলারে কিনেছে সিলেট রয়্যালস৷ আর ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা মাশরাফিকে ৪৫ হাজার ডলারে কিনে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস৷
প্রতিটি ফ্র্যাঞ্চাইজে সর্বোচ্চ আট জন বিদেশি খেলোয়াড়সহ ১৮ জনকে দলে নিতে পারবে৷ তবে মাঠে নামাতে পারবে সর্বোচ্চ ৫ জন বিদেশি ক্রিকেটার৷ সেই সঙ্গে প্রতিটি দলের জন্য আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে অন্তত একজনকে নেয়া বাধ্যতামূলক৷
উল্লেখ্য, বিপিএলে একজন ক্রিকেটার কত ম্যাচ খেলতে পারবেন তার ওপর নির্ভর করবে তিনি কত টাকা পাবেন৷ যেমন আফ্রিদি যদি অর্ধেক ম্যাচ খেলতে না পারেন তাহলে তিনি পাবেন সাত লাখের অর্ধেক সাড়ে তিন লাখ ডলার৷ বাকি টাকাটা জমা পড়বে বিপিএল গভর্নিং কাউন্সিলে৷
বিপিএল শুরু হবে আগামী মাসের ৯ তারিখে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক