আইপিএল এর সম্মানী পাননি অনেক খেলোয়াড়
১ অক্টোবর ২০১১গত কয়েক বছর ধরে ইন্ডিয়ার টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট হয়ে উঠেছে সবচেয়ে জমজমাট ক্রিকেট আসর৷ পেশাদার ক্রিকেটে এত টাকার ছড়াছড়িও দেখা যায়নি এর আগে৷ তাই সব খেলোয়াড়ের এখন চোখ থাকে আইপিএল এর একটি দলের হয়ে খেলার৷ লিগের দলগুলো অনেক অর্থ দেওয়ার কথা বলে নামী দামী খেলোয়াড়দের ভিড়িয়ে থাকে৷ তবে অভিযোগ উঠেছে, এসব দলের সব খেলোয়াড়রা তাদের প্রতিশ্রুত অর্থ পাচ্ছেন না৷
বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা৷ এর প্রধান নির্বাহী টিম মে জানিয়েছেন, গত বছর আইপিএল শেষ হয়ে এখন চলতি মৌসুমের আইপিএল চলছে৷ কিন্তু অনেক খেলোয়াড় এখনও গত বছরের পারিশ্রমিক পান নি৷ মে বলেন, বেশ কিছু খেলোয়াড়ের পারিশ্রমিকের একটি অংশ ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডের কাছ থেকে পাওয়ার কথা৷ কিন্তু তারা এখনও সেটা না পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে৷ এই সব খেলোয়াড়ের মধ্যে অস্ট্রেলিয়ার সাইমন ক্যাটিচ এবং ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ানও রয়েছেন৷ এইসব খেলোয়াড় বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করার পরও তাদের পারিশ্রমিক পেতে ব্যর্থ হয়েছেন৷ এমনকি তারা যোগাযোগ করার পরও সংশ্লিষ্ট দল এমনকি ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোন জবাব পাননি, বলে জানান ফিকার প্রধান কর্মকর্তা টিম মে৷
এক সময় অস্ট্রেলিয়া জাতীয় দলের খেলোয়াড় টিম মে আরও জানান যে, গত মাসে তারা আইপিএল এর চেয়ারম্যান চিরায়ু আমিনের সঙ্গে যোগাযোগ করেছেন এই বিষয়ে৷ কিন্তু এখন পর্যন্ত তারা কিংবা খেলোয়াড়রা কোন জবাব পাননি৷ মে আশা প্রকাশ করে বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট শ্রীনিবাসন এবং আইপিএল এর নতুন চেয়াম্যান রাজিব শুক্লা এই বিষয়ে একটি ব্যবস্থা নেবেন৷
উল্লেখ্য, সাইমন ক্যাটিচ এবং রামনরেশ সারওয়ান ২০০৮ সালে পাঞ্জাব দলের হয়ে খেলার জন্য তিন বছরের চুক্তিপত্রে সই করেন৷ আইপিএল এর আগে টিটোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজ মানি দিতেও বিলম্ব করেছিল সংশ্লিষ্ট ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই