1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয় দিয়ে সাকিবের আইপিএল শুরু

১৬ এপ্রিল ২০১১

আইপিএল’এ অভিষেক হলো টাইগার অধিনায়ক সাকিবের৷ শুক্রবার প্রথমবারের মতো তিনি খেললেন শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে৷

https://p.dw.com/p/10uYV
সাকিব (ফাইল ছবি)ছবি: AP

ফলাফল

সাকিবের আইপিএল ভাগ্যটা ভালই বলতে হবে৷ জয় দিয়েই শুরু করেছেন তিনি৷ বল হাতে দুটো উইকেট নিয়েছেন৷ অবশ্য ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর৷ কারণ রাজস্থান রয়েলসের করা ১৫৯ রান তাড়া করতে মাত্র একটি উইকেট খোয়াতে হয়েছে কেকেআরকে৷ দলের পক্ষে জ্যাক ক্যালিস করেছেন ৬৫ বলে অপরাজিত ৮০ রান৷ আর অধিনায়ক গৌতম গম্ভির মাত্র ৪৪ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন৷ এই জয়ের ফলে কেকেআর তিন খেলায় দুটোতে জয় পেল৷ রাজস্থানও এই নিয়ে তিনটি ম্যাচ খেললো৷ এর মধ্যে শুক্রবারের হারটিই তাদের প্রথম ছিল৷

প্রতিশোধ

সাকিব একটা প্রতিশোধ নিয়েছেন বলা যায়৷ কারণ দ্বিতীয় উইকেটটি তিনি নিয়েছেন অস্ট্রেলিয়ান শেন ওয়াটসনের৷ মাত্র কদিন আগেই যিনি বাংলাদেশের বোলারদের তুলোধুনো করেছিলেন৷ এছাড়া ইনি সেই ওয়াটসন যাঁর কাছে ওয়ানডে'র সেরা অলরাউন্ডের মুকুটটি হারিয়েছেন সাকিব৷ তাই তাঁকে কুপোকাত করে একধরণের ‘প্রতিশোধ'ই নিলেন তিনি৷ এছাড়া তিন কোটি টাকা দিয়ে সাকিবকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত যে ভুল হয়নি সেটারও একটা নমুনা দেখালেন সাকিব৷

অন্য খেলা

আরেক খেলায় শতক করেছেন শচীন৷ কিন্তু তারপরও জয় পায়নি তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানস৷ মাত্র ৬৬ বলে শতক হাঁকান বিশ্ব ক্রিকেটের এই রাজপুত্র৷ ফলে তাঁর দল ১৮৩ রানের একটা বড়সড় লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছিল কোচি তুস্কারস কেরালা দেলর বিপক্ষে৷ কিন্তু এক ওভার বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে যায় কেরালা৷ এতে মূল ভূমিকা রাখেন নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককুলাম ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে৷ ম্যাককুলাম করেন ৬০ বলে ৮১৷ আর জয়াবর্ধনে ৩৬ বলে ৫৬৷ তিন খেলায় কেরালার এটি প্রথম জয় ছিল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম