1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনোদন জগতে সভয়ে সীমিত প্রাণচাঞ্চল্য

২ অক্টোবর ২০২০

শো মাস্ট গো অন৷ দ্বিতীয় দফা করোনার ঝুঁকি রয়েছে৷ তবু অচলায়তন ভাঙছে দেশ-বিদেশের বিনোদন আর সংস্কৃতি জগত৷

https://p.dw.com/p/3jJwY
এফডিসিতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ইমন ও নীরবছবি: Privat

গেল ঈদ উল আজহা থেকেই বাংলাদেশে সীমিত পরিসরে শুরু হয়েছে টিভি নাটকের শুটিং৷ লাইট, ক্যামেরা আর অ্যাকশনের সেই মুখরতা এখন প্রায় স্বাভাবিক৷ ঢাকার অদূরে শুটিং স্পট পূবাইলের বিশের অধিক শুটিং হাউজের সবকটিই ব্যস্ত সময় পার করছে৷ ব্যস্ত উত্তরার শুটিং হাউজগুলোও৷

দীর্ঘ ৬ মাস ২৭ দিন পর ১৬ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হচ্ছে সিনেমা হলগুলো৷ ব্যস্ত এফডিসির সবগুলো ফ্লোর৷ জ্বলতে শুরু করেছে মঞ্চের আলোও৷ এর মধ্যেই বেইলি রোডের মহিলা সমিতিতে মঞ্চস্থ হয়েছে নাটক৷ এই মাসেই খুলবে শিল্পকলার মিলনায়তনও৷ বাকি থাকছে কনসার্টের মতো উন্মুক্ত আয়োজন৷ সেখানেও আছে আশার খবর৷ চলতি মাসেই হচ্ছে ‘ড্রাইভ ইন মুভি ফেস্ট'৷ তবে সব কিছুতেই তাগিদ আছে স্বাস্থ্যবিধি মেনে চলার৷

জমজমাট এফডিসি আর চলচ্চিত্র নির্মাণ

সেপ্টেম্বরের শুরু থেকেই একটু একটু করে জমতে শুরু করে ঢাকাই চলচ্চিত্রের প্রধান কেন্দ্র এফডিসি৷ দুই নম্বর ফ্লোরে মাসের ১০ তারিখ থেকে শুটিংয়ে অংশ নেন নায়ক শাকিব খান৷ অনন্য মামুনের পরিচালনায় নবাব ‘এলএলবি’ ছবিতে শাকিব খানের সাথে শুটিং করেছেন মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিম, অর্চিতা স্পর্শিয়া৷

প্রশাসনিক ভবনের সামনে প্রায় ১০ বছর পর একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করছেন নায়ক ইমন ও নীরব৷ সাথে আছেন মডেল পিয়া৷ এক নাম্বার ফ্লোরে চলছে মিউজিক ভিডিওর কাজ৷ সবখানেই মানা হচ্ছে স্বাস্থ্যবিধি৷

‘সংগীতের সঙ্গে জড়িতরা মোটামুটি ঘরেই বসে আছি’

তেমনি স্বাস্থ্যবিধি মেনেই ঢাকার উত্তরায় দীর্ঘ ছয় মাস পর আবারো শুরু হয়েছে অভিনয়শিল্পী ও পরিচালক সারাহ বেগম কবরীর অনুদানের ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং৷ এই ছবিতেই প্রথমবারের মতো সংগীত পরিচালনা করছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন৷ তেজগাঁও’র এক স্টুডিওতে নিজের সুর করা গানেই কন্ঠ দেন এই শিল্পী৷ ‘দুটি চোখে ছিল কিছু নীরব কথা’ গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান৷ করোনাময় এই সময়ে স্টেজে গান গাইতে না পারার আক্ষেপ নিয়েই শিল্পী জানালেন এই ছবিতে গান গাওয়ার মধ্য দিয়ে তার সংগীত পরিচালনায় অভিষেক হলো৷

সেপ্টেম্বর মাসের শেষ দিনটিতে মানিকগঞ্জে অভিনয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু৷ মীর সাব্বির পরিচালিত অনুদানের ছবি ‘রাত জাগা ফুল’-এ অভিনয় করছেন এই অভিনেতা৷ ঈদ উল আজহার পর শুটিং শুরু করা এই জনপ্রিয় অভিনেতা এই সময়ে ওটিটি প্লাটফর্মে আবু শাহেদ ইমন পরিচালিত ‘বাঘবন্দি, সিংহ বন্দি’ নাটকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন৷ জানালেন, ‘‘ক্রমশ সাহসী হয়ে উঠছি আমরা৷ কাটিয়ে উঠছি আতঙ্ক৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার চেষ্টা করছি৷’’

‘ক্রমশ সাহসী হয়ে উঠছি আমরা, কাটিয়ে উঠছি আতঙ্ক’

কঠোর স্বাস্থ্যবিধি মেনেই অনুদানের ছবি ‘বিউটি সার্কাসে’র শেষ দৃশ্যধারণে অংশ নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান৷ মাহমুদ দিদার পরিচালিত ছবিটির শেষ দৃশ্যধারণে অভিনেত্রী জয়ার প্রথম শর্তই ছিল, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি৷ সেই শর্ত মেনেই সাভার, মানিকগঞ্জের সিংগাইরে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুটিং করেছে ‘বিউটি সার্কাস টিম’৷ পরিচালক মাহমুদ দিদার বলছেন, ‘‘এ এক নতুন অভিজ্ঞতা৷ স্বাস্থ্যবিধির পাশাপাশি চ্যালেঞ্জ ছিল ছোট টিম নিয়ে কাজ করার৷ অন্য সময় যে টিমে প্রায় শতাধিক সদস্য থাকতো, এখন তা বড়জোর ২০-২৫ জনে নেমে এসেছে৷ তবু আমরা কাজটা শেষ করেছি৷’’

শুটিং চলছে, ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘আশীর্বাদ’ সিনেমারও৷ ২৭ সেপ্টেম্বর পুরনো ঢাকায় সূত্রাপুরে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ছবির শুটিংয়ে অংশ নেন অভিনেত্রী মাহিয়া মাহি ও নায়ক রোশান৷ শুটিং ইউনিটে স্বাস্থ্যবিধি মানার অভিজ্ঞতা শেয়ার করে নায়িকা মাহি জানান, ‘‘আশা করি, এই ব্যস্ততা আর বন্ধ হবে না৷’’

‘আশা করি, এই ব্যস্ততা আর বন্ধ হবে না’

খুলছে সিনেমা হল, আসছে বিশেষ তহবিল

অপেক্ষা শেষ হচ্ছে দর্শক, হলমালিক ও সিনেমা সংশ্লিষ্টদের৷ ১৬ অক্টোবর থেকে হল খুলে দেয়ার ঘোষণা এসেছে৷ তথ্য মন্ত্রণালয় বলছে, হল খোলা হবে স্বাস্থ্যবিধি মেনে৷ আসন সংখ্যার অর্ধেক দর্শক নিয়ে হল চলবে৷ দর্শকদের পরতে হবে মাস্ক৷ স্বাস্থ্যবিধি না মানা হলে বন্ধ হতে পারে হল৷

ছবি মুক্তির ক্ষেত্রেও বুঝেশুনে পা ফেলতে চাইছেন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো৷ পরিস্থিতি বুঝেই মুক্তি দেয়া হবে পাইপ লাইনে থাকা প্রায় ৩০টি ছবি৷

এদিকে, আলোচনায় চলচ্চিত্রের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ তহবিল৷ বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির অন্যতম নেতা মিঞা আলাউদ্দিন বলেছেন, ‘‘প্রস্তাবিত ঋণ সুবিধা পাবার ক্ষেত্রে আমরা তিনটি ক্যাটাগরির কথা বলেছি৷ এটা সরকারের কাছে আমাদের প্রস্তাবনা৷ হয়ত অনেক অসাধু ব্যবসায়ী এতে যুক্ত হতে চাইবেন৷ তবে আমরা সমিতির তরফ থেকে বিষয়টি দেখভাল করবো৷ আপাতত ঋণের বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে৷ শিগগিরই সরকার এ বিষয়ে রোডম্যাপ দেবে৷’’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-প্রস্তাবিত এই তহবিলের সম্ভাব্য পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা৷

Bangladesch | Schauspielerin Joya Ahsan
​​​​কঠোর স্বাস্থ্যবিধি মেনে ‘বিউটি সার্কাসে’র শেষ দৃশ্যধারণে অংশ নিয়েছেন জয়া আহসানছবি: Privat

আলো জ্বলার অপেক্ষায় শিল্পকলা

আগস্টে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনের মঞ্চে আয়োজন করা হয় শূন্যনের নাটক ‘লাল জমিন'৷ সেপ্টেম্বর মাসে সপ্তাহের শুক্র ও শনিবার দুদিন নিজস্ব মহড়াকক্ষে স্বল্পসংখ্যক দর্শকের জন্য নাট্য প্রদর্শনীর আয়োজন করেছে প্রাচ্যনাট৷ নাট্যকর্মীদের এখন অপেক্ষা, কবে খুলবে শিল্পকলা একাডেমি৷

এ মাসেই শিল্পকলা একাডেমি খোলা হবে, জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এমএ খালেদ৷ সেই সাথে বলেছেন, ‘‘সামাজিক দূরত্ব বজায় রেখে একাডেমিতে প্রবেশ ও মিলনায়তনগুলোতে বসার ব্যবস্থা করা হবে৷ এ নিয়ে তৈরি হচ্ছে একটি নীতিমালা৷ যে নাট্যদলগুলো হল বরাদ্দ নেবেন বা আবেদন করবেন, তাদের এই নীতিমালা মেনে হল সরবরাহ করা হবে৷ সেই নীতিমালা মেনেই চলবে প্রদর্শনী৷’’

ছন্দে ফিরেছে বলিউড

ধীরে ধীরে ফিরছে মুম্বাইয়ের রূপালি জগৎ৷ ঢাকঢোল পিটিয়ে শুটিং চলছে বলিউডে৷ পুরোনো গতি পেয়েছে টেলিভিশন ধারাবাহিকগুলোর শুটিং৷ ভারতে করোনার প্রকোপ বেশি বলে শুটিংয়ের জন্য কিছু নির্মাতা সদলবলে পাড়ি জমিয়েছেন ভিনদেশে৷ তবে সবই হচ্ছে কঠোর নিরাপত্তায়, স্বাস্থ্যবিধি মেনে৷

অক্টোবরের ২ তারিখে শুটিং সেটে ফিরেছেন অভিনেতা সালমান খান৷ ‘রাধে’ ছবিটি ১৫ দিনের শিডিউলে শুটিং হচ্ছে কারজাতের এনডি স্টুডিওতে৷ শুটিংয়ে ফিরেছে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুভাই কাথিয়াওয়াদি’ ছবিটি৷ আলিয়া ভাট অভিনীত ছবিটির শুটিং সারা হচ্ছ মাত্র ৫০ সদস্য নিয়ে৷ গেল মাসেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে হাজির হয়েছেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন৷ ‘বেল বটম’ ছবির জন্য বানী কাপুর, হুমা কুরেশি, লারা দত্তসহ অক্ষয় কুমার পাড়ি জমিয়েছেন লন্ডনে৷ ভারত-চীন সীমান্তে উত্তেজনার কারণে লাদাখের পরিবর্তে তুরস্কে গেছে ‘লাল সিং চাড্ডা’ টিম৷ আমির খান অভিনীত ছবিটির পরিচালক অদ্বৈত চন্দন৷

এছাড়া নাগিন ৪, পবিত্র ভাগ্য, ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়, ইয়ে জাদু হ্যায় জিন কা, সন্তোষী মা’র মতো টেলিভিশন ধারাবাহিকগুলোর শুটিংও চলছে জোর কদমে৷

পুজোকে ঘিরে সরব টলিউড

অক্টোবরের শুরুর দিন থেকেই দর্শকাসন স্যানিটাইজ শুরু করেছে কলকাতার হলগুলো৷ এই দিন থেকেই হল খোলার কথা থাকলেও স্বাস্থ্যবিধি মানার প্রস্তুতির কারণে ৯ অক্টোবর থেকে খুলছে হলগেুলো৷ কেউ আবার হল খুলবে ১৬ অক্টোবর৷ স্বস্তির সাথে আছে স্বাস্থ্যবিধি মানার চ্যালেঞ্জ৷ আপাতত ৫০ দর্শক নিয়ে দেখানো যাবে ছবি৷

সামনে পুজো৷ হাতে গোটা চল্লিশেক ছবি৷ তবে বড় বাজেটের ছবি হলে নিয়ে কতটা লাভজনক হবে সেই হিসেব কষছেনে নির্মাতারা৷ বহু প্রতীক্ষিত সৃজিত মুখোপাধ্যায়ের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ এই পুজোয় আসছে না, এই কারণেই৷ তবু সবাই হাঁফ ছেড়েছে৷ রাজ্য সরকার তো হল খুলেছে৷ আশা, ধীরে ধীরে ৫০ দর্শকের সীমাও বাড়াবে! পুজোর সময়টাতে দেবী দর্শনের আনন্দ ছুঁয়ে যাবে প্রেক্ষাগৃহগুলোকেও৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান