1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিন লাদেনের জায়গা নিল জাওয়াহিরি, জারি থাকছে জিহাদ

১৬ জুন ২০১১

ওসামা বিন লাদেনের জায়গায় আল-কায়েদা তাদের প্রধান হিসেবে বেছে নিল আয়মান আল জাওয়াহিরিকে৷ অ্যামেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ জারি রাখার নেতৃত্ব এখন এই নেতার ওপর ন্যস্ত হল৷

https://p.dw.com/p/11c9R
আয়মান আল জাওয়াহিরিছবি: picture-alliance/ dpa

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, লাদেনের মত ততটা ক্যারিশমা নেই জাওয়াহিরির৷ ৫৯ বছর বয়সী আয়মান আল জাওয়াহিরির জন্ম মিশরে৷ ৯/১১-র আগে থেকেই আল-কায়েদা সুপ্রিমো ওসামা বিন লাদেনের সঙ্গে সব বিষয়েই সঙ্গে থেকেছে এই ব্যক্তি৷ আল-কায়েদার অভ্যন্তরে তরা গ্রহণযোগ্যতাও ছিল প্রশ্নাতীত৷ আর সে কারণেই ইন্টারনেট বিবৃতির মাধ্যমে বৃহস্পতিবারের এই ঘোষণা ছিল সময়ের অপেক্ষা৷ কারণ, মে মাসে লাদেনকে মার্কিন বিশেষ অপারেশনে খতম করার পর আল কায়েদার জঙ্গি সংগঠনের নেতৃত্ব কার হাতে যায় তা নিয়ে নানা মহলে চর্চা শুরু হলেও, শেষ পর্যন্ত জাওয়াহিরিই যে এই কাজের দায়িত্ব নেবে, সে বিষয়ে কোন সন্দেহ ছিল না৷

জাওয়াহিরি নামের এই জঙ্গি কয়েকদিন আগেই একটি ভিডিওবার্তায় বলেছিল, জিহাদ চালিয়ে যেতে সে বদ্ধপরিকর৷ বলা হয়েছিল, ইসলামের জমিতে যে সমস্ত হানাদার রা ঢুকেছে, তাদের শেষ না করা পর্যন্ত চলতে থাকবে এই জিহাদ৷

Flash Galerie Bin Laden und Ayman al-Zawahiri
ওসামা বিন লাদেনের সঙ্গে হাসিমুখে আয়মান আল জাওয়াহিরি৷ছবি: picture alliance / dpa

আগামী রবিবার জাওয়াহিরির জন্মদিন৷ অন্তত, আল-কায়েদা সূত্রের খবর সেরকমই৷ আল-কায়েদার নতুন শীর্ষনেতা গত ৮ জুন ইন্টারনেটের মাধ্যমে যে ভিডিওবার্তা প্রচার করেছে, তাতে সে একথাও বলেছে, যে ওসামা বিন লাদেন তার কবর থেকেও পরিচালনা করবে জিহাদ৷ অর্থাৎ ওসামার মৃত্যু নেই৷

তাহলে জাওয়াহিরির এই নতুন নেতৃত্ব গ্রহণ নতুন করে আল কায়েদাকে চাগিয়ে তুলবে এমনটাও হতে পারে৷ বিশেষজ্ঞরা সেরকম অনুমান করছেন৷ অনেকেরই বক্তব্য, বিন লাদেনকে খতম করা হলেও আল-কায়েদা যে পূর্ণ শক্তিতে বিরাজমান, তা প্রমাণ করতে অদূর ভবিষ্যতে একের পর এক হামলা চালাবার পরিকল্পনা করতেই পারে আল-কায়েদা৷ তাছাড়া, আল-কায়েদার ভিতরে জাওয়াহিরি বেশ সম্মানিত ব্যক্তিত্ব হলেও ওসামা বিন লাদেনের মত অতটা ক্যারিশমা তার নেই বলেই জানাচ্ছেন আল-কায়েদা বিশেষজ্ঞরা৷ কারণ এই ব্যক্তিটির নামের আগে ডক্টরেট তকমা রয়েছে, এবং আল-কায়েদার থিংকট্যাংক হিসিবেই তার প্রসিদ্ধি ছিল বেশি৷ ওসামার ডেপুটি হিসেবে সে নানা বদবুদ্ধি যোগাত তাকে৷ কিন্তু জঙ্গি কার্যকলাপে তার দখল কতটা সেটা এখনও ভালোভাবে প্রমাণিত নয়৷ সুতরাং সেক্ষেত্রে আল-কায়েদার নতুন আমির বা প্রধান হওয়ার পর নিজেকে প্রমাণ করতেও যে এই জঙ্গিটি কিছু চাল চালবে, তাতে আর সন্দেহ কী?

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : দেবারতি গুহ