1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে মজুরি কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত

৮ জানুয়ারি ২০১৯

ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ নানা দাবিতে তৃতীয় দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ হয়েছে৷ বিক্ষোভের সময় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ মজুরি কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷

https://p.dw.com/p/3BCfr
Fabrikarbeiter Bekleidungsfabrik Bekleidung Bangladesch Protest
ছবি: bdnews24.com/M.Z. Ovi

বাংলাদেশে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি করা হয়েছে ৮ হাজার টাকা৷ আর তা গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা৷ মালিকরা বলছেন, মজুরি নিয়ম মেনে বাড়ানো হয়েছে৷ কিন্তু শ্রমিকরা বলছেন,মালিকরা ফাঁকি দিচ্ছেন৷

গত তিনদিন ধরে শ্রমিকরা ঢাকাসহ পোশাক শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন৷ তাঁরা সড়ক অবরোধ ছাড়াও যানবাহন ভাঙচুর এবং যানবাহনে আগুন দেয়ার মতো ঘটনাও ঘটাচ্ছেন৷ পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়ার আশঙ্কা এড়াতে পোশাক শ্রমিক নেতা এবং মালিকপক্ষের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় শ্রমভবনে বৈঠক করেছেন বণিজ্যমন্ত্রী ও শ্রমপ্রতিমন্ত্রী৷

’হাসপাতালে আনার আগেই সে মারা যায়’

এরইমধ্যে সাভারে মঙ্গলবার বিকেলের দিকে আনলিমা নামে একটি পোশাক কারখানার একজন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ ওই শ্রমিকের নাম সুমন মিয়া (২২)৷ শিল্প পুলিশের পরিচালক সানা শামিমুর রহমান ডয়চে ভেলেকে বলেন,‘‘একজন শ্রমিকের মুত্যুর খবর শুনেছি৷ তবে আমি নিশ্চিত নই৷'' তবে সাভার উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের চিকিৎসক ডা. আমাজাদ হোসেন ডয়চে ভেলেকে জানান,‘‘বিকেল সাড়ে চারটার দিকে নিহত এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়৷ শ্রমিক এবং শিল্প পুলিশের সদস্যরা তাঁকে নিয়ে আসে৷ হাসপাতালে আনার আগেই সে মারা যায়৷ এরপর তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা৷ ওই শ্রমিক কিভাবে নিহত হলেন তা ময়নাতদন্তের পর বলা যাবে৷ তবে তাঁর শরীরে জখমের চিহ্ন আছে৷''

সাভারের গেন্ডা এলাকায় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পুলিশ গুলি চালায় বলে পোশাক শ্রমিকরা অভিযোগ করেন৷ ওই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়৷ পুলিশ এক পর্যায়ে গুলি ছোঁড়ে বলে শ্রমিকদের দাবি৷

ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবারও, অর্থাৎ তৃতীয় দিনের মতো সাভারের শ্রমিকরা রাস্তায় নামেন৷ সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি, আশুলিয়ার খেজুরটেক, পুকুরপাড়, কাঠগড়া, সাভারের উলাইল, রাজাবাড়ি, গেন্ডা এলাকায় সড়ক অবেরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন৷ কমপক্ষে ১৫টি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন৷ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়৷

ঢাকা ও গাজীপুরেও শ্রমিক বিক্ষোভ হয়েছে৷ ঢাকার উত্তরা , আজমপুর ও এয়াপোর্ট রোড এলাকায় শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন৷

শ্রমিকরা বেতন নিতে গিয়ে অবস্থা দেখে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন৷

বিমানবন্দর সড়কে নীপা গার্মেন্টস, চৈতি গার্মেন্টস, ফ্লোরা ফ্যাশন, অ্যাপারেলস গার্মেন্টসসহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা অবরোধের চেষ্টা করেন৷

এর আগে শ্রমিকরা নীপা গার্মেন্টসে আগুন লাগিয়ে দেন৷ চৈতি গার্মেন্টসের শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান থেকে গরম পানি ছোঁড়ে৷

আজমপুর রেলক্রসিংয়ের কাছে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে৷ পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে৷ উত্তরা জসীমউদ্দিন রোডের কাছে রবিবার থেকে ঢাকার বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা৷ তাঁদের অবরোধ ও বিক্ষোভের কারণে রবিবার সকাল ৯টা থেকে পাঁচ ঘণ্টা বিমানবন্দর থেকে উত্তরা আজমপুর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল৷

কেন শ্রমিক অসন্তোষ?

গত নভেম্বরে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়৷ তাতে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি করা হয় ৮ হাজার টাকা৷ এই বেতন ৭ম গ্রেডের জন্য৷ এর ফলে ২০১৩ সালের তুলনায় ৭ নম্বর গ্রেডে মজুরি বেড়েছে ২ হাজার ৭০০ টাকা৷ এর মধ্যে মূল মজুরি ১ হাজার ১০০ টাকা৷ ২০১৩ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৫৩০০ টাকা৷ ৭ নম্বর গ্রেডটি হলো এন্ট্রি গ্রেড৷ অন্যান্য গ্রেডে এই সময়ের মধ্যে শতকরা ৫ ভাগ হারে মূল বেতন বেড়েছে৷ ফলে মজুরি বাড়ায় অন্য গ্রেডের শ্রমিকরা লাভাবান হননি৷

এক মাসের মধ্যে বেতন বৈষম্যের সমাধানের আশ্বাস দেয়া হয়েছে৷

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘৭ নম্বর গ্রেডে ন্যূনতম যে বেতন বাড়ানো হয়েছে তা অন্যান্য গ্রেডের আনুপাতিক হারে বাড়ানো হয়নি৷ সবচেয়ে বেশি শ্রমিক হলো ৪ এবং ৫ নম্বর গ্রেডে৷ তাঁদের বেতন তেমন বাড়েনি বললেই চলে৷আমরা হিসাব করে দেখিয়েছি, এই দু'টি গ্রেডে বেতন মাত্র ৭৯ টাকা বেড়েছে৷ কোথাও কোথাও শ্রমিকদের বেতন এখন নতুন গ্রেডে কম হয়ে গেছে৷ এটা বেসিকের হিসাব৷ মোট বেতনেও একই অবস্থা৷ ওইসব গ্রেডে মাত্র ৪-৫শ' বেড়েছে৷ আবার কোথাও কমেছে৷ শ্রমিকরা এখন বেতন নিতে গিয়ে বাস্তব অবস্থা দেখে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন৷ আগে এটা তাঁরা বুঝতে পারেননি৷''

তিনি আরো বলেন, ‘‘আসলে ৭ নম্বর গ্রেডে যে বেতন বাড়ানো হয়েছে তা-ও অনেক কম৷ আমাদের দাবি ছিল ন্যূনতম ১৬ হাজার৷ তারপরও এখন যা ৭ নম্বর গ্রেডে বাড়ানো হয়েছে, আনুপাতিক হারে সব গ্রেডে একইভাবে বাড়ানো দরকার৷ তা না হলে এই সমস্যার সমাধান হবে না৷''

এক মাসের মধ্যে বেতন বৈষম্যের সমাধান?

এদিকে সন্ধ্যা ৭ টার দিকে শ্রম ভবন মালিক শ্রমিকদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি ও শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বৈঠক শেষ হয়৷ বৈঠকে উপস্থিত বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি ডয়চে ভেলেকে জানান, ‘‘মালিক ও শ্রমিকদের ৫ জন করে প্রতিনিধি নিয়ে বাণিজ্য ও শ্রম সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে৷ তাঁরা এক মাসের মধ্যে দেখবেন গেজেট অনুযায়ী মজুরিতে কোথায় সমস্যা হয়েছে৷ তাঁরা যে সুপারিশ দেবেন, তা বাস্তবায়ন করা হবে৷ এক মাসের মধ্যে বেতন বৈষম্যের সমাধানের আশ্বাস দেয়া হয়েছে৷''

তিনি বলেন, ‘‘আমরা আনুপাতিক হারে গেজেট অনুযায়ী সব গ্রেডের বেতন বাড়ানোর দাবি করেছি৷ যে বেতন কম দেয়া হয়েছে, তা আগামী মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে দিতে হবে৷ আর কিছু কারখানায় এখনো নতুন বেতন কার্যকর হয়নি৷ তাদেরও ডিসেম্বর মাস থেকে হিসাব করে সেই বেতন দিতে হবে৷''

একটি মহল নতুন সরকারকে ঝামেলায় ফেলতে মিথ্যা তথ্য দিচ্ছে৷

পোশাক শিল্পের মালিকরা যা বলেন:

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই'র সভাপতি সিদ্দিকুর রহমানও ছিলেন বৈঠকে৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘একমাসের মধ্যেই কমিটি তাদের মতামত দেবে৷ যদি ন্যূনতম মজুরির গেজেট বাস্তবায়নে কোথাও কোনো ব্যত্যয় তাঁরা পান, তাহলে তা চিহ্নিত এবং সমাধান করা হবে৷ আমরা কমিটির সিদ্ধান্ত মেনে নেবো৷''

তিনি আরেক প্রশ্নের জবাবে দাবি করেন, ‘‘শ্রমিকদের বেতন একদম কম বেড়েছে বা কোথাও কোথাও কমেছে, এই কথা সত্য নয়৷ সর্বোচ্চ বেড়েছে শতকরা ৫১ ভাগ আর সর্বনিম্ন বেড়েছে ৪১ ভাগ৷ এটা গ্রেড অনুযায়ী বেড়েছে৷''

তিনি আরো দাবি করেন, ‘‘একটি মহল নতুন সরকারকে ঝামেলায় ফেলতে মিথ্যা তথ্য দিচ্ছে৷ আমরা এরই মধ্যে তিনদিনের আনরেস্ট-এ ক্ষতিগ্রস্ত হয়েছি৷ ক্রেতারা আস্থা হারাচ্ছেন৷''

প্রসঙ্গত, বাংলাদেশের শীর্ষ রপ্তানি আয় খাত তৈরি পোশাক৷ এই খাতে প্রায় ৩০ লাখ শ্রমিক কাজ করেন৷ নির্বাচনের আগেই শ্রমিকদের মধ্যে ন্যূনতম মজুরির ‘ফাঁক' নিয়ে অসন্তোষ দানা বাঁধতে থাকে৷ নির্বাচনের পর এর বহিঃপ্রকাশ ঘটে৷

শ্রম ভবনের বৈঠকের পর শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জাননো হয়েছে৷ আর পোশাক কারখানায় কোনো ধরনের বিশৃঙ্খলায় কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান