বিকল্প নোবেল পুরস্কার ঘোষিত হল
২৭ সেপ্টেম্বর ২০১২৫৫ বছর বয়সি সিমা সামার আফগান ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশনের প্রধান৷ সিমা আদতে পেশায় ডাক্তার৷ ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত অনুপ্রবেশের সময় হঠাৎ এক রাত্রে তাঁর প্রথম স্বামীকে গ্রেপ্তার করা হয় - যার পর থেকে তাঁর আর কোনো হদিশ পাওয়া যায়নি৷
সিমা পালান পাকিস্তানে, যেখানে তিনি সীমান্তের দু'পারে উদ্বাস্তু শিবিরগুলোয় আফগান মহিলাদের নিয়ে কাজ করতে শুরু করেন৷ ২০০১ সালে তিনি আফগানিস্তানে ফিরে হামিদ কারজাই'এর সরকারে ডেপুটি প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন - আফগানিস্তানের ইতিহাসে সেযাবৎ কোনো মহিলা এত উঁচু কোনো রাজনৈতিক পদ অলঙ্কৃত করেননি৷
সিমা সামার মহিলা বিষয়ক মন্ত্রণালয়টি সৃষ্টি করেন এবং মহিলাদের সরকারে চাকুরি করার অধিকার দেওয়ার ব্যবস্থা করেন৷ নারীশিক্ষা - বিশেষ করে ছোট মেয়েদের স্কুলে যাওয়া - এবং নারীদের বিভিন্ন ইস্যু সম্পর্কে একটি পৃথক আইন বিভাগ তৈরিও ছিল তাঁর দু'টি পেটোয়া প্রকল্প৷ ২০০২ সালে মন্ত্রীসভা পরিত্যাগ করার পর তিনি এআইএইউচআরসি প্রতিষ্ঠা করেন এবং আজও তার প্রধান হিসেবে কাজ করছেন৷
সিমা সামার ছাড়াও এবার রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পেলেন ৮৪ বছর বয়সি মার্কিন বুদ্ধিজীবী জিন শার্প, যাঁকে অহিংস আন্দোলনের ‘মাকিয়াভেলি' বলে অভিহিত করা হয়ে থাকে৷ ব্রিটেনের ক্যাম্পেইন এগেইনস্ট আর্মস ট্রেড বা সিএএটি সংস্থা অস্ত্র ব্যবসায়ের বিরুদ্ধে সক্রিয়৷ এবং ৯০ বছর বয়সি হায়রেত্তিন কারাচা'কে তুরস্কের পরিবেশবাদী আন্দোলনের ‘পিতামহ' বলে অভিহিত করা হয়ে থাকে৷
জনগণের শক্তি সম্পর্কে জিন শার্প যা লিখেছেন, মিয়ানমারের জঙ্গল থেকে কায়রোর তাহরির চত্বর অবধি সর্বত্র তার প্রভাব পড়েছে৷ অপরদিকে সিমা সামার এই রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পাবার পর তাঁর সংগঠন আরো বেশি বিদেশি সাহায্য পাবে বলে মনে করা হচ্ছে৷ কেননা এই সংগ্রামি আফগান নারী নিজেই বলেছেন, আফগানিস্তানে মহিলাদের পরিস্থিতি সন্তোষজনক নয়৷
তবে অতীতে ‘‘আমরা অতি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি এবং বেঁচে থেকেছি৷'' এবারেও তার কোনো ব্যতিক্রম হবে না, বলে মনে করেন সিমা সামার৷
এসি/ডিজি (ডিপিএ, এএফপি, এপি)