স্থানীয় সরকার নির্বাচন
২২ অক্টোবর ২০১৫বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে৷ এবার দলীয়ভাবে নির্বাচনের সিদ্ধান্ত জানিয়েছেন মন্ত্রিসভা, যা দেশটির অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি'র জন্য বেকায়দার হয়ে যাচ্ছে৷ কেননা, দলটি সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশ নেয়নি তাদের দাবি পূরণ না হওয়ায়৷ তবে স্থানীয় নির্বাচনগুলোতে তাদের সমর্থকদের অংশ নিতে দেখা গেছে৷
এবার পরিস্থিতি ভিন্ন৷ এই ভিন্ন পরিস্থিতিকে ডয়চে ভেলের পাঠকরা কিভাবে দেখছেন? সেটা জানতেই ফেসবুকে প্রশ্ন করা হয়, দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচনে কি বিএনপির অংশ নেয়া উচিত? মো. আজাদ হোসেন মনে করেন, বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে ‘‘দেশের মানুষ তাদের সবপ্রার্থীকে'' জিতিয়ে আনবে৷ তবে তিনি গ্যারান্টি দিয়ে বলছেন, ‘‘দলীয় ব্যানারে নির্বাচন হলে একদম পিছনের ঢাকা, চট্টগ্রাম এবং উপজেলা নির্বাচনের মতোই হবে৷ সকাল ৯ টার আগে সকল কেন্দ্র আওয়ামী লীগ এবং পুলিশ লীগ আর নির্বাচন কমিশন লীগ ভোটের কার্যক্রম সেরে ফেলবে৷''
আমাদের পাঠক মুজতবা আলীও একইরকম প্রতিক্রিয়া জানিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘অংশ নিয়েই কি হবে? ভোটাভুটি তো আগের রাতেই শেষ হয়ে যায়৷'' আর মো. অনিক হোসেনের মতে, ‘‘বিএনপি অংশ না নিলে চরম ভুল করবে৷'' ইমনের বক্তব্য অবশ্য উল্টো৷ তিনি মনে করেন, ‘‘শতভাগ বিএনপি নির্বাচনে যাবে, একই ভুল বিএনপি করবে৷''
ডয়চে ভেলের পাঠক জাকির মোল্লা চান শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে যেখানে তারা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন৷ সেলিম মিয়ার বক্তব্য হচ্ছে, ‘‘বিএনপি দল হিসেবে এতে অংশগ্রহণ করবে কি না সে প্রশ্নটির আগে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচন দলীয় ভিত্তিক হওয়াটা কতটা যৌক্তিক! অধিকতর সংঘর্ষ এড়াতে এবং এখনকার অবস্থা বিবেচনা করলে বিদ্যমান এবং সর্বজনগৃহীত ব্যবস্থাটি রাখাই শ্রেয় বলে আমি মনে করি৷''
বিএনপির কি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়া উচিত? মতামত জানান নীচে মন্তব্যের ঘরে...