বিএনপি'র কর্মসূচি
৯ মার্চ ২০১২প্রধান বিরোধী দল বিএনপি'র ১২ই মার্চের কর্মসূচিকে সামনে রেখে রাজধানী ঢাকায় ইতিমধ্যেই চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ তল্লাশি হচ্ছে দেশের সড়ক-মহাসড়কের যানবাহনে৷ আর রাজধানীর আবাসিক হোটেলগুলোতে সতর্ক নজর রাখা হচ্ছে৷ আর পুলিশ ইতিমধ্যেই অপরিচিত কাউকে হোটেলের সিট ভাড়া না দিতে মৌখিক নির্দেশ দিয়েছে হোটেল মালিকদের৷
পুলিশ অবশ্য গত সপ্তাহেই বিএনপি'র কর্মসূচিতে নাশকতার আশঙ্কার কথা জানায়৷ আর শাসক দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ শুক্রবার বলেন, যেহেতু বিএনপি'র কর্মসূচিতে গোয়েন্দারা নাশকতার আশঙ্কা করছেন এবং এ ব্যাপারে যথেষ্ট প্রমাণও পেয়েছেন, তাই এই কর্মসূচি পালন করতে দেয়ার কোনো যুক্তি নাই৷
জবাবে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যতো বাধাই আসুক এই কর্মসূচি তারা পালন করবেনই৷ সারা দেশ থেকে তারা ঢাকায় ২০ লাখ মানুষের সমাগম করবেন৷ তিনি বলেন, এই কর্মসূচিতে বাধা দিলে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে৷
মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মসূচি সরকার মেনে নেবেনা৷ আর এতে যদি কেউ মনে করে সরকার বিরোধী দলের মুখোমুখি অবস্থান নিয়েছে, তবে তাই করতে হবে৷ আর ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন বিরোধী দলের কর্মসূচিতে সরকার বাধা দিলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়বে৷ এতে সবারই ক্ষতি হবে৷
১২ই মার্চ ঢাকায় মহসমাবেশও করবে বিএনপি৷ ঐ সমাবেশ থেকে সরকার বিরোধী নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেবেন খালেদা জিয়া৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ