পাল্টা পাল্টি কর্মসূচি
৪ মার্চ ২০১২আগামি ১২ই মার্চ প্রধান বিরোধী দল বিএনপির ‘চলো চলো ঢাকা চলো' কর্মসূচি ৷ ওই দিন নয়াপল্টন দলীয় কার্যালায়ের সামনে তারা সমাবেশ করবে৷ সমাবেশে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া আন্দোলেনর নতুন কর্মসূচি ঘোষণা করবেন৷ ঢাকায় এক অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন তাদের কর্মসূচিতে যেখানেই বাধা দেয়ার চেষ্টা করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে৷ তিনি জানান ওই দিন খালেদা জিয়া সরকার পতনের ডাকা দেবেন৷
এদিকে শাসক দল আওয়ামী লীগ এবং তাদের শরীকরা ৭ই মার্চ ঢাকায় গণব়্যালির কর্মসূচি দিয়েছে৷ এই ব়্যালিতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা৷ আর ১১ই মার্চ মানব বন্ধন এবং ১৪ই মার্চ ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ৷ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিএনপিকে ১২ই মার্চের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, ৭ই মার্চের গণব়্যালি থেকে তাদের সতর্ক সংকেত দেয়া হবে৷
এদিকে নানা সংশয় থাকার পরও ঢাকা মহানগর পুলিশ ১২ই মার্চ বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে৷ বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক জানিয়েছেন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করলে তিনি জনসভার অনুমতি এবং নিরাপত্তার আশ্বাস দিয়েছেন৷
আওয়ামী লীগ ও বিএনপির এই পাল্টা পাল্টি কর্মসূচিতে রাজনীতির মাঠ এখন উত্তপ্ত৷ সাধারণ মানুষের চাওয়া যেন এই উত্তাপ-উত্তেজনা সংঘর্ষে রূপ না নেয়৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী