‘বিএনপি এমন রাজনৈতিক দল, যার নেতৃত্বে অরাজনৈতিক ব্যক্তিরা’
৫ জানুয়ারি ২০২৪নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে নূরুল কবীর বলেন, ‘‘এই নির্বাচন হওয়ার আগে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে কোন দল জিতবে৷ এটাকে গণতান্ত্রিক নির্বাচন বলার কোন কারণ নেই৷’’
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত দেশের প্রধান বিরোধী দল বিএনপি ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না৷ তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছিলো না৷ বিএনপি এবার নির্বাচনে যেতে পারতো কিনা এমন প্রশ্নে নূরুল কবীর বলেন, ‘‘আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এমন কোন নির্বাচনে যাবে না, যেটাতে তারা জয় লাভ করবে না৷’’
বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘বিএনপি এমন একটা রাজনৈতিক দল, যার নেতৃত্বে আছে কয়েকজন অরাজনৈতিক ব্যক্তি৷ গত ১৫ বছরের প্রথম ৭-৮ বছর তারা তাদের দুই শীর্ষ নেতার মুক্তি ছাড়া আর কোন বক্তব্য কিংবা কর্মসূচি করতে পারেনি৷ আন্দোলন তো অনেক দূরের কথা৷’’
বিএনপির এই ভুল সিদ্ধান্তের খেসারত বিএনপির পাশাপাশি বাংলাদেশের মানুষকেও দিতে হচ্ছে বলে উল্লেখ করেন এই সাংবাদিক৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার বিকশিত না হওয়ার পেছনে বিএনপির কিছু ভুল রাজনৈতিক সিদ্ধান্তের দায় থাকবে৷’’
বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের অনেকেই মনে করেন বাংলাদেশের রাজনীতিতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব আছে৷ ‘আওয়ামী লীগকে ভারত-ই রেখে দিতে চাচ্ছে' এমন বক্তব্যের পেছনে কী ব্যাখ্য থাকতে পারে প্রশ্ন করা হলে নূরুল কবীর বলেন, ‘‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ এখনকার সরকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে৷ বিদেশি কোন শক্তি এসে এখানে কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে বা বসাবে এমনটা হয় নাই, হবেও না৷’’
নির্বাচনকে ঘিরে কূটনীতিকদের নানা পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘‘বিদেশি শক্তি তার পক্ষেই থাকবে, বেশি মানুষ যার পক্ষে আছে৷’’ বাংলাদেশের শাসক শ্রেণীর স্বাধীন চিন্তাশক্তির অভাব আছে বলেও উল্লেখ করেছেন তিনি৷
আঞ্চলিক রাজনীতিতে গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকে ঘিরে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলের কথাও আলোচনায় উঠে আসে৷৷ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতার বিষয়ে নিউ এজ পত্রিকার সম্পাদক বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তৎপর এটা বিশ্বাস করার মতো মূর্খ আমি না৷ বিশ্ব অর্থনীতিতে চীনের উত্থান চলছে, কিন্তু অ্যামেরিকার অনেক জায়গাতেই উন্নতি স্তিমিত হয়ে পড়েছে৷ তাই বিশ্বব্যাপী সে তার আধিপত্য টিকিয়ে রাখতে এমন কিছু অফার করছে যা চীন কখনো করতে পারবে না৷ আর তা হলো গণতন্ত্র৷’’
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের অনেক বড় ভূমিকা থাকলেও সেই আওয়ামী লীগের সঙ্গে বর্তমান আওয়ামী লীগের নূন্যতম সম্পর্ক নেই বলে মনে করেন তিনি৷ আওয়ামী লীগের সমালোচনা করে নূরুল কবীর বলেন, ‘‘ইয়াহিয়া খান ম্যান্ডেট মানে নাই, কিন্তু ইলেকশন দিয়েছে৷ কিন্তুতারা (আওয়ামী লীগ) তো সব দল নিয়ে ইলেকশনই দিচ্ছে না৷’’
বৃহস্পতিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংবাদ সম্মেলন করে জানিয়েছে এবারের নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের প্রার্থীদের ৯২ দশমিক ৮৩ শতাংশই কোটিপতি৷ এই তথ্য উল্লেখ করে নূরুল কবীর বলেন, ‘‘কোটিপতিদের ক্লাবে পরিণত হচ্ছে জাতীয় সংসদ৷ আওয়ামী লীগ ছাড়াও যেমন জাতীয় হয় না, বিএনপি ছাড়াও জাতীয় হয় না৷ তেমনি জাতীয় সংসদও জাতীয় হয় না যদি এটা কোটিপতিদের ক্লাবে পরিণত হয়৷''
এসএইচ/এফএস