1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাহরাইনে গ্রঁ প্রি

১৯ এপ্রিল ২০১২

বাহরাইনে এ সপ্তাহান্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রঁ প্রি৷ সেখানে যেন আরব অভ্যুত্থানের মধ্যে এধরণের কোন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে না পারে, তার জন্য বিক্ষোভ প্রদর্শন করছে বাহরাইনের মানুষ৷

https://p.dw.com/p/14fzj
ছবি: picture-alliance/Panimages

নিরাপত্তা বাহিনী এসব বিক্ষোভকারীদের প্রতিহত করতে স্টান গ্রেনেড ছুড়তে বাধ্য হয়৷ বাহরাইনের ফর্মুলা ওয়ান রেসের একটি প্রদর্শনী হচ্ছিল রাজধানি মানামায়৷ সেখানে বিক্ষোভকারীরা জড়ো হয়৷ 

আগত অতিথী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷

গত ১৪ মাস ধরে বাহরাইনে চলছে বিক্ষোভ৷ এটা আরব অভ্যুত্থানেরই একটি অংশ৷ ফর্মুলা ওয়ান রেসের ঠিক আগ দিয়ে এ ধরণের সংঘর্ষ চিন্তিত করেছে আয়োজকদের৷

গত বছরও বিক্ষোভের মুখে পড়েছিল একটি ফর্মুলা ওয়ান রেস৷ তখন আয়োজকরা তা বাতিল করতে বাধ্য হয়৷ এবারও আয়োজকদের মধ্যে রেস অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে৷ গত কয়েকদিন বিক্ষোভকারীরা ফর্মুলা ওয়ান রেসের বিরুদ্ধে শ্লোগান দিয়ে আসছিল৷

সাকির সার্কিট – যেখানে রেস অনুষ্ঠিত হবে সেখান থেকে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা গত কয়েক দিনে অন্তত ৮০ জনকে গ্রেপ্তার করেছে৷ বিশেষ করে আশে পাশের গ্রামের ওপর বেশ কড়া নজর রাখা হচ্ছে৷ বাহরাইনের ফর্মুলা ওয়ান রেস নিয়ে খেলার চেয়ে আরব অভ্যুত্থানের উত্তেজনা বেড়েছে তা বোঝাই যাচ্ছে৷  শুধু রেস সার্কিট নয় মানামার বিমানবন্দরের আশেপাশেও বিক্ষোভ প্রদর্শীত হচ্ছে৷ পোস্টার এবং ব্যানারে লেখা হয়েছে ‘ফ্রিডম নট ফর্মুলা'৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য