বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করা ভাইরাল ভিডিও
২২ নভেম্বর ২০১৮২০ নভেম্বর কিডস রাইট ফাউন্ডেশন এ বছরের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ঘোষণা করেন৷ সেখানে প্রথম তিনজনের চূড়ান্ত তালিকায় ছিলেন ১৭ বছরের বাংলাদেশি মনি বেগম৷ তিনি বাল্যবিবাহের হাত থেকে ২০০ টিরও বেশি মেয়েকে উদ্ধার করেছেন৷ বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গ্রামে তাঁর বসবাস৷
তাঁর বয়স যখন ১২ বছর তখন বড় বোনকে স্বামীর হাতে নির্যাতিত হতে দেখেছিলেন তিনি৷ তাঁর বোনের বিয়ে হয়েছিল ১২ বছর বয়সে৷ ঠিক সেসময় তাঁর এক বান্ধবীর বিয়ে ঠিক হয়, যা তিনি আটকে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন৷ কিন্তু সেই ব্যর্থতা তাঁকে আরও সাহসী করে তোলে৷ ২০১৪ সালে তিনি বাল্যবিবাহ বন্ধে একটি ক্লাব গঠন করেন৷ আশেপাশের গ্রামে গিয়ে মেয়েদের উৎসাহ ও সাহস দিতে শুরু করেন, যাতে তারা নিজেরাই প্রতিবাদ শুরু করে৷ বর্তমানে এই ক্লাবের সদস্য সংখ্যা ৭০৷
১৬ নভেম্বর কিডস রাইটস তাদের পাতায় মনি বেগমের ভিডিও পোস্ট করে৷ এখন পর্যন্ত প্রায় ৪ লাখ বার দেখা হয়েছে এটি৷ ৩১৯ বার শেয়ার হয়েছে৷ সবাই মনি বেগমকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ জুগিয়েছেন৷
এপিবি/ডিজি