1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে আসছে সবাই

২৫ মার্চ ২০১৩

লন্ডন আর প্যারিস একটু আগে, রোম পড়ে গেছে অনেক পিছনে৷ বার্লিন! পর্যটকদের কাছে দারুণ এক আকর্ষণ৷ প্রতি বছর এ শহরে ভিড় করছেন হাজার হাজার মানুষ৷ শহর ঘুরে দেখে রাতে বার্লিনের হোটেলে রাত্রিযাপন করেন বছরে ২ কোটি ৪৯ লাখ মানুষ৷

https://p.dw.com/p/183gZ
Bild 2: Adlon Titel: Adlon im Mondschein Schlagwort: berlin, adlon, hotel Fotograf: Hotel Adlon Ort: Berlin Datum: unbekannt Was ist zu sehen: Ein Blick über die Quadriga auf das Hotel Adlon im Mondschein (vermutlich Fotomontage) Thematischer Zusammenhang: Bildergalerie zu außergewöhnlichen Hotels in Berlin Rechte: Das Bild ist ein offizielles Pressebild auws dem Pressezugang der Website des Hotels.
ছবি: Hotel Adlon

এসে সারাদিন ঘুরে দেখলেন, রাতে চলে গেলেন শহর ছেড়ে – এমন হলে হিসেব রাখা কঠিন৷ তাই পর্যটকদের শহর হিসেবে কোনো শহরগুলো এগিয়ে, তা হিসেব করতে গেলে রাত্রিযাপনকে গুরুত্ব দিতেই হয়৷ সেই হিসেবে সবচেয়ে এগিয়ে লন্ডন আর প্যারিস৷ ব্রিটেন আর ফ্রান্সের রাজধানীর সেরা এবং দ্বিতীয় সেরা হওয়ায় আশ্চর্যের কিছু নেই৷ অনেকের কাছে আশ্চর্যজনক মনে হতে পারে জার্মানির রাজধানীর তৃতীয় স্থানে উঠে আসা৷ বার্লিনের নতুন বিমানবন্দরের উদ্বোধন পিছিয়েছে কয়েকদফা৷ তা সত্ত্বেও পর্যটকরা আসছেন দলে দলে!

Bildergalerie 60 Jahre DW MMDR Sprachdkurse: Ticket nach Berlin
শহর ঘুরে দেখে রাতে বার্লিনের হোটেলে রাত্রিযাপন করেন বছরে ২ কোটি ৪৯ লাখ মানুষছবি: Daniel Pasche

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক স্মৃতি চিহ্ন বয়ে বেড়াচ্ছে এই শহর, রয়েছে অনেক জাদুঘর, হালে যোগ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ – আকর্ষণের তো শেষ নেই, পর্যটক আসবেনা! পর্যটন বিপণন সংস্থা ভিজিট বার্লিন-এর প্রধান বুর্খহার্ড কিকার তাই যতটা অবাক তার চেয়ে অনেক বেশি উচ্ছ্বসিত৷ উচ্ছ্বাস নিয়েই জানালেন, ‘‘আমরা প্যারিসের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছি৷ সেখানে রাতে মোট ৩ কোটি ৬০ লাখ মানুষ থাকেন৷ আশা করছি আগামী ১০ বছরের মধ্যে আমরা ওদের ধরে ফেলবো৷''

মেট্রোপলিটন থেকে কসমোপলিটন শহরের মর্যাদা প্রাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে বার্লিন৷ এগিয়ে নিচ্ছেন আসলে দেশ-বিদেশের পর্যটকরা৷ মজার বিষয় কি জানেন, বার্লিনে তরুণ পর্যটকরা তুলনায় অনেক কম আসেন৷ ৪০-৪২ বছর বয়সিরাই আসেন বেশি৷ তবে কিকার জানালেন, বার্লিনের লক্ষ্য ৫৫ বা তারও বেশি বয়সিদের বেশি করে আকৃষ্ট করা৷ বার্লিন জুড়ে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জাদুঘর রয়েছে সেগুলোর গুরুত্ব বুঝে সময় নিয়ে দেখার সুযোগ তাদেরই তো সবচেয়ে বেশি৷ তাই বলে লন্ডন বা প্যারিসের চেয়ে থাকা-খাওয়ার খরচ অনেক কম, আছে চলচ্চিত্র উৎসব বার্লিনালে, চ্যাম্পিয়ন্স লিগ – এসব কি তরুণদের জন্য কম গুরুত্বপূর্ণ? চ্যাম্পিয়ন্স লিগে যদি বায়ার্ন-বার্সেলোনা ম্যাচ হয় তখন তরুণরাও কি হুমড়ি খেয়ে পড়বেন না বার্লিনে!

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য