1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন প্রাচীর : বিভক্ত জার্মানির এক কুখ্যাত প্রতীক

১১ আগস্ট ২০১১

১৯৬১ সালের ১৩ আগস্ট অর্থাৎ ৫০ বছর আগে তদানিন্তন কমিউনিস্ট পূর্ব জার্মানি বা জিডিআর বিশ্বকে চমকে দিয়ে বার্লিন প্রাচীর তৈরি শুরু করে৷ সেই প্রাচীর নিয়ে প্রতিবাদের সুর ওঠে, বাঁধা হয় বহু গান৷

https://p.dw.com/p/12Eq9
ARCHIV - Die Versöhnungskirche, aufgenommen am 16.01.1985, liegt direkt hinter der Mauer in Ostberlin und wird seit dem Mauerbau 1961 nicht mehr benutzt. Die DDR-Oberen hatten 1985 die Sprengung des abgeriegelten Gotteshauses befohlen - es stand im Todesstreifen und war den Grenzposten im Weg. Am 13. August, dem 50. Jahrestag des Mauerbaus, wird an der Bernauer Straße der zweite Abschnitt der Erinnerungslandschaft unter freiem Himmel eröffnet, zu der auch das Turmkreuz gehört. Es ist neben der Kapelle der Versöhnung aufgestellt, die auf dem Fundament der gesprengten Kirche steht und zum Gedenkensemble gehört. Foto: Chris Hoffmann dpa/lbn (zu dpa «Das verbogene Kreuz der gesprengten Kirche» vom 28.07.2011) +++(c) dpa - Bildfunk+++
জার্মানিকে এভাবেই বিভক্ত করে রেখেছিল বার্লিন প্রাচীরছবি: picture alliance/dpa

‘আমি একবার শুধু ড্রেসডেনে গান গেতে চাই .....' ১৯৮৩ সালে এই অতৃপ্ত বাসনার গানটি গেয়েছিলেন বিখ্যাত জার্মান সংগীতকার রাইনার্ড মাই৷ সে সময় পূর্ব জার্মানিতে তাঁর একটি কনসার্ট কমিউনিস্ট সরকার নাকচ করে দেয়৷

বার্লিন প্রাচীর তৈরি হওয়ার পর, পুবের মানুষের কাছে সংগীতের মধ্য দিয়ে পৌঁছতে চেয়েছেন পশ্চিমের বহু শিল্পী৷ কিন্তু প্রায়ই পূর্ব জার্মানির শাসকগোষ্ঠি তাতে বাদ সাধে৷ জার্মানির জনপ্রিয় রক সংগীত তারকা উডো লিন্ডেনব্যার্গ অনুমতি না পেয়ে তৎকালীন পূর্ব জার্মান শীর্ষ নেতা এরিশ হনেকারকে উদ্দেশ্য করে রচনা করেন ‘জন্দার স্যুগ নাখ পাঙ্কো'৷ তিনি ঐ গানে বলেন, ‘‘হেই এরিশ, আমার প্রচুর বন্ধু রয়েছে পুবে৷ তুমি কি সত্যিই এতো একগুঁয়ে? শ্রমিক আর কৃষকের দেশে কেন তুমি আমাকে গান গাইতে দিচ্ছ না?...''

Ein Archiv ist für viele ein staubiger Raum mit schier unzähligen Akten. Doch es kann auch anders sein: multimedial, einfach zugänglich und dazu noch veränderbar. Das beweist zumindest die Deutsche Kinemathek in Berlin. Mauer mit Plakaten: Bald nach der Öffnung der Grenzen wurde in der DDR Veränderungen durchgesetzt. Den sichtbarsten Wandel brachte der Wahlkampf zur Volkskammerwahl im März 1990 mit unzähligen Wahlplakaten
বার্লিন প্রাচীরের অংশ বিশেষে বিভিন্ন ছবির পোস্টারছবি: Klaus Peter Albrecht

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর তদানিন্তন সোভিয়েত ইউনিয়ন প্রভাব বিস্তার করে ইউরোপের পূর্বাঞ্চলে৷ ১৯৬১ সালে এই বার্লিন প্রাচীরের হাত ধরেই শুরু হয় পূর্ব ও পশ্চিমি শক্তির মধ্যে শীতল যুদ্ধ৷ জার্মানি সহ বিশ্বের বহু সংগীত শিল্পী সহজ ভাবে নিতে পারেননি এই লৌহ যবনিকা৷ আশির দশকে বিশ্বখ্যাত ব্রিটিশ রক সংগীত তারকা স্টিং'এর ‘রাশান্স' গানে য ফুটে ওঠে গভীরভাবে৷

১৯৮৪ সালের গান ‘ক্রোসফায়ার'৷ এই গানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্য জার্মান সংগীত গোষ্ঠী ‘স্কোর্পিয়ন্স' শীতল যুদ্ধ সম্পর্কে উৎকন্ঠা প্রকাশ করে৷

২৮ বছর পর ১৯৮৯ সালে পূর্ব জার্মানির জনগণের শান্তিপূর্ণ বিপ্লবের মধ্য দিয়ে ধ্বসে পড়ে বার্লিন প্রাচীর, পতন হয় শীতল যুদ্ধের৷ ‘স্কোর্পিয়ন্স' তার ব্যালাড আঙ্গিকের বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া গান ‘উইন্ড ওফ চেইঞ্জ' দিয়ে সম্মান জানায় এই রাজনৈতিক পালাবদলকে৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য