বাংলাদেশের হতাশা ভুলিয়ে অস্বস্তিতে আফগানিস্তান
১৫ জুন ২০২৩শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে আফগানিস্তানের স্কোর ৭ উইকেটে ১২৮ রান৷ চার উইকেট নিয়েছেন এবাদত৷ শরিফুল নিয়েছেন দুই উইকেট আর বাকি উইকেটটি মিরাজের৷
বৃহস্পতিবার মিরপুরে দ্বিতীয় দিনের ৪৪ মিনিটের মধ্যে অলআউট হয়ে যায় বাংলাদেশ৷ আগের দিনের ৩৬২ রানের সঙ্গে আর কেবল ২০ রান যোগ করেই গুটিয়ে যায় ইনিংস৷
আগের দিন শেষ সেশনে দারুণ জুটি বেঁধে দলকে বড় রান পাইয়ে দেওয়ার আভাস দিচ্ছিলেন মিরাজ-মুশফিক৷ মিরাজ খেলছিলেন ৪৩ রান নিয়ে, মুশফিক অপরাজিত ছিলেন ৪১ রানে৷ আর কেবল ৫ রান যোগ করেই থামেন মিরাজ৷ দ্বিতীয় ওভারে ইয়ামিনকে দারুণ কাভার ড্রাইভে বাউন্ডারি পেয়েছিলেন৷ ইয়ামিনের বলেই বিদায় তার৷ শরীর থেকে একটু দূরের বল পাঞ্চ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা দেন তিনি৷ পরের ওভার নিজাত মাসুদের হঠাৎ লেন্থ থেকে লাফিয়ে উঠা বলে হকচকিয়ে যান মুশফিক৷ স্লিপে যায় সহজ ক্যাচ৷
এক বল পরই আরেক সাফল্য আফগানদের৷ এবার নিজাতের লেগ স্টাম্পের উপরে থাকা বল ঠেলে দিতে চেয়েছিলেন তাইজুল ইসলাম৷ শর্ট লেগে দাঁড়ানো আব্দুল মালিক দারুণ রিফ্লেক্সে হাতে জমিয়ে ফেলেন ক্যাচ৷
পরের ওভারে ইয়ামিন ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ করে দেন তাসকিন আহমেদকে৷ দিনের সপ্তম ওভারে শরিফুল ইসলামকে বোল্ড করে ইনিংস মুড়ে দেন নিজাত মাসুদ৷
অভিষেকেই ৭৯ রানে ৫ উইকেট নিয়ে আফগানদের সেরা বোলার তিনি৷ আরেক পেসার ইয়ামিন আহমেদজাই ৩৯ রানে পেয়েছেন ২ উইকেট৷
এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার)