1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশকে হারালো ভেঙে পড়া অর্থনীতির দেশ শ্রীলঙ্কা

২৭ মে ২০২২

মিরপুর টেস্ট ১০ উইকেটে হেরে দুই টেস্টের সিরিজও ১-০ ব্যবধানে হেরে গেল বাংলাদেশ৷ মুশফিক, লিটন আর সাকিবের প্রতিরোধের দেয়াল ভাঙার পর অনায়াস জয় ছিনিয়ে নিলো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ শ্রীলঙ্কা৷

https://p.dw.com/p/4BwK4
আসিথা ফার্নান্দোছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানে গুটিয়ে দেয়ায় জয়ের জন্য মাত্র ২৯ রান দরকার ছিল সফরকারীদের৷ ওই লক্ষ্যে পৌঁছাতে মাত্র ৩ ওভার ব্যাট করতে হয়েছে ওশাদা ফার্নান্দো এবং দিমুথ করুণারত্নেকে৷

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫০৬

বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৩৪/৪) ৫৩.৩ ওভারে ১৬৯ (মুশফিক ২৩, লিটন ৫২, সাকিব ৫৮, মোসাদ্দেক ৯, তাইজুল ১, ইবাদত ০*, খালেদ ০; রাজিথা ১২-৫-৪০-২, আসিথা ১৭.৩-৫-৫১-৬, জয়াবিক্রমা ১৩-০-৪৭-০, রমেশ ১১-২-২০-১, ধনাঞ্জয়া ২-০১০-০)

Cricket Bangladesh vs Sri Lanka in Dhaka
সাকিব আল হাসান ও লিটন দাসছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ‍্য ২৯) ৩ ওভারে ২৯/০ (ওশাদা ২১*, করুনারত্নে ৭*; তাইজুল ১-০-১৬-০, সাকিব ১-০-৭-০, ইবাদত ১-০-৫-০)

প্লেয়ার অব দ্য ম্যাচ : আসিথা ফার্নান্দো

প্লেয়ার অব দ্য সিরিজ : অ্যাঞ্জেলো ম্যাথিউস

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য