বাংলাদেশের সামনে দুই বিপদ
১৫ মার্চ ২০১৭মূলত তিন নম্বরে ব্যাট করতে নেমে চান্ডিমাল ৮৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করার কারণেই প্রথম দিনে দু'শ পেরোতে পেরেছে শ্রীলঙ্কা৷ নইলে টস জিতে ব্যাট করতে নামার পর থেকে তাদের ব্যাটসম্যানরা যেমন চাপের মুখে ছিল, যেভাবে নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল, তাতে কে জানে হয়ত দু’শ’র আগে ইনিংসই শেষ হয়ে যেত স্বাগতিকদের!
২১০টি বল খেলে ৪ বাউন্ডারির সহায়তায় ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে ডানহাতি ব্যাটসম্যান দলের স্কোরটাকে শুধু ভদ্রস্থই করেননি, বাংলাদেশের দুশ্চিন্তাও বাড়িয়েছেন৷
প্রথম দিনেই পি সারা ওভালের উইকেটে স্পিন ধরছে৷ মুস্তাফিজ দু’টি এবং শুভাশীষ এক উইকেট নিলেও মেহেদি হাসান মিরাজ, তাইজুল এবং সাকিবের বোলিং বলতে গেলে সারাদিনই চোখ রাঙিয়েছে ব্যাটসম্যানদের৷ মেহেদি দুটি আর তাইজুল এবং সাকিব নিয়েছেন একটি করে উইকেট৷ দ্বিতীয় দিনে তাড়াতাড়ি শ্রীলঙ্কার বাকি তিন উইকেট তুলে নিতে না পারলে বিপদের আশঙ্কা আছে বাংলাদেশের৷ ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি পেয়ে যেতে পারেন দীনেশ চান্ডিমাল৷ সেঞ্চুরির ইনিংসটাকে আরো টেনে নিতে পারেলে শ্রীলঙ্কার স্কোর অনায়াসে তিনশ ছাড়িয়ে যেতে পারে৷ এই উইকেটে তিনশ কি খারাপ স্কোর? নিশ্চিত করে বলা কঠিন৷ টস হারায় চতুর্থ ইনিংসে বাংলাদেশকেই ব্যাট করতে হবে৷ প্রথম ইনিংসে বেশি পিছিয়ে পড়লে মুশফিকদের না আবার ম্যাচ বাঁচানোই কঠিন হয়ে যায়!
এসিবি/জেডএইচ