ঢাকায় চালু হলো উবার
২৩ নভেম্বর ২০১৬ঢাকা হচ্ছে দক্ষিণ এশিয়ার ৩৩তম শহর যেখানে স্মার্টফোনভিত্তিক ট্যাক্সিসেবা চালু করলো উবার৷ আর এই সেবার প্রথম গ্রাহক ছিলেন বাংলাদেশের ক্রিকেট স্টার সাকিব আল হাসান৷ ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান উবার এই তথ্য জানিয়ে আশা প্রকাশ করে বলেছে, তাদের সেবা ঢাকায় যানজট কমাতে এবং বাতাসের মান বাড়াতে সহায়ক হবে৷
উবার ভারত এবং দক্ষিণ এশিয়ার প্রধান অমিত জৈন এই বিষয়ে বলেন, ‘‘আমাদের একটি সাধারণ লক্ষ্য আছে৷ সেটা হচ্ছে, আমাদের শহরগুলো আরো বেশি সুগম করা এবং একইসঙ্গে যানজট ও পরিবেশের ক্ষতি কমানো৷''
উবারের সেবা ঢাকায় চালু করার ক্ষেত্রে সহায়তা করেছে বাংলাদেশ সরকার৷ মুসলিম অধ্যুষিত দেশটির রাজধানী এবং আশেপাশের শিল্পাঞ্চলে বসবাস করেন তিন কোটির বেশি মানুষ৷ তা সত্ত্বেও ঢাকায় কোনো মেট্রো সিস্টেম নেই৷ ফলে রাস্তাঘাটের উপর যানবাহনের চাপ অনেক বেশি, যা নিয়মিত যানজটের কারণ৷
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উবার নিয়ে বেশ আশাবাদী৷ তিনি বলেন, ‘‘স্মার্ট সিটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশের এক অবিচ্ছেদ্য অংশ এবং আমি অত্যন্ত আনন্দিত আমাদের স্মার্ট সিটি গড়ার অংশ হিসেবে উবার ঢাকায় চালু হয়েছে৷''
তবে উবার চালু হওয়ায় ঢাকার ট্যাক্সি চালকরা বা সেখানে সবচেয়ে দামী ট্যাক্সি সেবাদাতা সেনাবাহিনীর সঙ্গে সংযুক্ত প্রতিষ্ঠান কোনো প্রতিক্রিয়া জানায়নি৷
উল্লেখ্য, ২০১০ সালে চালু হওয়ার পর ট্যাক্সি সেবায় কার্যত বিপ্লব আনে উবার৷ খুব দ্রুতই বিশ্বের সবচেয়ে দামী স্টার্টআপে পরিনত হয় প্রতিষ্ঠানটি৷ পাশাপাশি বিশ্বের বিভিন্ন শহরে সাধারণ ট্যাক্সি সেবাদাতাদের সঙ্গে উবারের বিরোধও তৈরি হয়৷ ফলে বেশ কয়েকবার আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে প্রতিষ্ঠানটিকে৷ তাছাড়া নতুন দিল্লিতে এক উবার চালক এক যাত্রীকে ধর্ষণ করলে ভারতে ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে৷
এআই / এসিবি (এএফপি)