1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের ‘ইকো এয়ারকুলার'

৯ জুন ২০১৬

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করবেন, তাও আবার বিদ্যুৎ ছাড়া৷ এ যুগে এমনটি ভাবা যায় না৷ আর দাম যেমন বেশি, তার পেছনে বিদ্যুৎ খরচও হয় প্রচুর৷ বাংলাদেশে উদ্ভাবিত এক যন্ত্র এসব সমস্যার সমাধান করে সারা বিশ্বের নজর কেড়েছে৷

https://p.dw.com/p/1J3WQ
Bangladesch Kinderarbeit Hausangestellte
ছবি: imago/Michael Westermann

গ্রীষ্মকালে বাংলাদেশের কিছু এলাকায় তাপমাত্রা পৌঁছে যায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসে৷ সেই সাথে আর্দ্রতার কারণে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে ওঠে৷ আর যাঁরা টিনের ঘরে থাকেন, তাঁদের জন্য এই গরম অসহনীয় পর্যায়ে চলে যায়৷ তাই এমন একটি এয়ার কুলার তৈরি করা হয়েছে, যা বানাতে খরচ নেই বললেই চলে৷ এতে বিদ্যুৎ সংযোগের কোনো প্রয়োজন নেই৷ পুরাতন পানির বোতল আর একটি কাগজের বোর্ড দিয়ে সহজেই বানানো যাবে এই যন্ত্র৷ তবে এটি তৈরি করতে আসলে কোনো যন্ত্রের সহায়তার প্রয়োজন নেই৷ যন্ত্রটির নাম দেয়া হয়েছে ইকো কুলার, অর্থাৎ পরিবেশবান্ধব তাপনিয়ন্ত্রক৷

সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা গ্রে গ্রুপ এবং গ্রামীণফোন ইনটেল সোশ্যাল বিজনেস যৌথভাবে এ যন্ত্রটি তৈরি করেছে৷ গ্রে গ্রুপ কল্যাণমূলক কাজ হিসেবে গ্রামীণ বাংলার হাজার হাজার মানুষকে এই যন্ত্র তৈরি শেখানোর প্রকল্প হাতে নিয়েছে৷

বোতলটিকে মাঝ বরাবর কেটে সরু অংশটি রাখতে হবে ঘরের ভেতরে৷ খোলা অংশটি থাকবে বাইরে৷ ফলে কি হবে? বেশি বাতাস প্রবেশ করবে, কিন্তু বের হবে সরু মুখ দিয়ে৷ যার কারণে বাতাসের তাপমাত্রা কমে যাবে এবং ঘরের ভেতরটাও শীতল হবে৷ এভাবে বোতলগুলো কাগজের বোর্ডে সংযুক্ত করে কক্ষের জানালায় যুক্ত করে দিলেই রুমে প্রবেশ করবে ঠাণ্ডা বাতাস৷ এই যন্ত্র দিয়ে ঘরের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনা যায়৷

এই পদ্ধতি শহরের জন্য তেমন কার্যকর না হলেও গ্রামে, যেখানে বাইরে বেশি বাতাস সেখানে ব্যবহার করার জন্য উপযোগী এই যন্ত্রটি৷

এই যন্ত্র উদ্ভাবনের সাথে সাথে ভারতসহ বিভিন্ন দেশে সাড়া ফেলেছে৷ জে পি সিনহা এ সংক্রান্ত ভিডিওটি ইউটিউব থেকে শেয়ার করে লিখেছেন, ‘‘বিদ্যুৎ ছাড়াই এয়ার কুলার চলছে৷''

হাসিভ নূরুন্নবী লিখেছেন, ‘‘প্রচণ্ড গরমে যেসব এলাকায় বিদ্যুৎ থাকে না, সেখানকার মানুষের জন্য দারুণ একটি উদ্ভাবন৷''

মেগ তেগালও ইউটিউবের ভিডিওটি শেয়ার করেছেন টুইটারে৷

শিবা মোহান্তি লিখেছেন, ‘‘বাংলাদেশের উদ্ভাবিত এই যন্ত্রটি উড়িষ্যার দাবদাহে কাজে লাগতে পারে৷''

করিম ওয়াহিদও একই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘‘এটা একটা লাখ টাকার আইডিয়া৷''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য