1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র

১ আগস্ট ২০২৩

আসন্ন নির্বাচনের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে বাংলাদেশে একটি পর্যবেক্ষক দল পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার এই তথ্য জানিয়েছেন৷

https://p.dw.com/p/4Udk2
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
দুইটি সংস্থার বিশেষজ্ঞরা ছাড়াও নির্বাচন নিয়ে অভিজ্ঞরা পর্যবেক্ষক দলে থাকবেন বলে জানিয়েছেন পিটার হাসছবি: United States Department of State

বাংলাদেশের রাজধানী ঢাকায় সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস৷ বৈঠক শেষে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘‘আমি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি যে অক্টোবরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে৷’’

এই দলে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইন্সটিটিউট (এনডিআই), ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) বিশেষজ্ঞরা ছাড়াও নির্বাচন পর্যবেক্ষণ এবং নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অভিজ্ঞরা থাকবেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত৷ তবে তাদের ভ্রমণের বিস্তারিত সময়সূচি জানাতে পারেননি হাস৷

এদিকে, পিটার হাসের এই ঘোষণার পর এক টুইট বার্তায় আইআরআই-এর সিনিয়র অ্যাডভাইজার জেফ্রি ম্যাকডোনাল্ড লিখেছেন, ‘‘গতমাসের ইইউ প্রতিনিধিদের মতোই আমার সংগঠন আইআরআই এবং আমাদের অংশীদার এনডিআই বাংলাদেশের প্রাক-নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে সেদেশে একটি দল পাঠাবে৷’’

এর আগে ঢাকায় সপ্তাহান্তে বিভিন্ন সড়কে রাজনৈতিক অবস্থান কর্মসূচিকে ঘিরে সহিংসতা নিয়ে সোমবার উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র৷ দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘‘আমরা সব পক্ষকে মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাই৷’’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকায় শুক্রবার মহাসমাবেশের পর শনিবার রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে কয়েকঘণ্টার জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি৷ কিন্তু পুলিশ সেই কর্মসূচির অনুমতি দেয়নি৷ এবং বিভিন্ন স্থান থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে৷ এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে বেধড়ক পেটায় পুলিশ৷ আরেক নেতা আমানুল্লাহ আমানকে পুলিশ ও ক্ষমতাসীন দলের সমর্থকরা ঘিরে ধরলে তিনি অসুস্থ হয়ে পড়েন৷ পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ তাদের অবশ্য গ্রেপ্তার করা হয়নি৷  

ঢাকায় শনিবার কয়েকটি স্থানে পুলিশের দিকে ইট-পাটকেল ছোঁড়া হয়েছে৷ এসময় ক্ষমতাসীন দলের কর্মীদেরও পুলিশের পাশে থেকে প্রতিবাদকারীদের উপর চড়াও হতে দেখা গেছে৷ বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে সেদিন৷ রাজনৈতিক সংঘাতে বেশ কয়েকজন আহতও হয়েছেন৷ পাশাপাশি পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে৷  

ডিসেম্বরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে৷ এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে পশ্চিমা বিভিন্ন দেশ সক্রিয় ভূমিকা পালন করছে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান