1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে নির্বাচন: শান্তিপূর্ণ ভোট নিয়ে সংশয়ে কমিশন

প্রকাশিত ৬ জানুয়ারি ২০২৪শেষ আপডেট ৬ জানুয়ারি ২০২৪

ভোটের আগেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ফলে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

https://p.dw.com/p/4avNB
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ''আমাদের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা, রাজনৈতিক বিতর্কে সম্পৃক্ত হওয়া আমাদের কাজ না৷ এ সংকট রাজনৈতিক৷’’
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ''আমাদের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা, রাজনৈতিক বিতর্কে সম্পৃক্ত হওয়া আমাদের কাজ না৷ এ সংকট রাজনৈতিক৷’’ছবি: Mortuza Rashed/DW
স্কিপ নেক্সট সেকশন আপনারা যা জানা দরকার

আপনারা যা জানা দরকার

৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিসহ বেশকিছু দল অংশ না নেয়ায় নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহের ঘাটতি রয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিকে। ৭ জানুয়ারির এ নির্বাচন তারা গভীর পর্যবেক্ষণে রাখছে। তারা দেখতে চায়, বিএনপি ছাড়া এই নির্বাচন কেমন হয়।

তারা অংশগ্রহণমূলক এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে জোর দিলেও বিএনপি ও তাদের সমমনারা নির্বাচন বর্জনের অবস্থানে থেকে ৬ ও ৭ জানুয়ারি ৪৮ ঘন্টার হরতালও ডেকেছে।

স্কিপ নেক্সট সেকশন আমাদের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা, রাজনৈতিক বিতর্কে সম্পৃক্ত হওয়া আমাদের কাজ না: সিইসি
৬ জানুয়ারি ২০২৪

আমাদের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা, রাজনৈতিক বিতর্কে সম্পৃক্ত হওয়া আমাদের কাজ না: সিইসি

রোববার ভোট৷ কিন্ত তার আগেরদিনই শান্তিপূর্ণভাবে ভোট আয়োজন কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল৷ তিনি বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন উঠিয়ে আনা কঠিন হবে৷

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার (৬ জানুয়ারি) ভোটের আগের দিন নির্বাচন কমিশন আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এমন সংশয় প্রকাশ করেন তিনি৷

যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয়ার ঘটনা প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘‘ট্রেনে আগুন দিয়েছে৷ ভোটকেন্দ্রেও আগুন দেওয়ার চেষ্টা হচ্ছে৷ যারা হরতাল দিয়েছে, তারাও বলেছিল তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে৷ আমরা বিশ্বাস করেছিলাম, শান্তিপূর্ণভাবে ভোটবিরোধী প্রচারণা চালাবে৷ আগুন দেখে আমরা দু:খ ভারাক্রান্ত৷ কোনো দল যদি এটি করে থাকে, এটি অমার্জনীয় অপরাধ বলে মনে করি৷’’

তারপরেও তিনি বলেন, ‘‘সর্বাত্মক চেষ্টা হচ্ছে৷ তবে কোনো একটা বিরোধী পক্ষ ভোট বর্জনের পাশাপাশি প্রতিহত করার চেষ্টা করছে৷ এতে নির্বাচন শান্তিপূর্ণভাবে উঠিয়ে আনতে কঠিন হবে৷ আশাকরি, ভোটাররা আসবেন৷’’

অ্যামেরিকার ভিসানীতি নিয়ে জাপানি এক সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন সিইসি৷ বলেন, ‘‘এটা কমিশনের দায়িত্ব নয়, কে অংশ নেবে৷ কমিশন সবাইকে আহ্বান জানাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য৷ নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য৷ তারা (মার্কিন যুক্তরাষ্ট্র) অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বিশ্বাস করে৷ যারা এক্ষেত্রে বাধা দেবে, তাদের ওপর এই নীতি প্রয়োগ করবেন৷’’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘‘আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করছি না৷ আমরা জানি না, কারা আগুন দিচ্ছে, মানুষকে হত্যা করছে৷ আমরা আমাদের জায়গায় থেকে অবাধ, সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করছি৷ আমরা এটা নিয়ে চিন্তিত নই৷ কারণ এটা আমাদের বিষয় নয়৷ ভিসা কী, পাসপোর্ট কী, অর্থনীতি কী তা আমি বুঝি না৷ এটা বোঝে পররাষ্ট্র দপ্তর৷’’

এবারের ভোটে ‘সিলেকশন’ হয়ে গেছে বলে যে সমালোচনা রয়েছে, তার জবাও দিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান কাজী হাবিবুল আউয়াল৷ তিনি বলেন, ‘‘অনেকে সিলেকশন বলছেন, শুধু সিলেকশন নয়, আরো কিছু বলছেন৷ আমি স্পষ্ট করে বলছি, আমাদের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা, রাজনৈতিক বিতর্কে সম্পৃক্ত হওয়া আমাদের কাজ না৷ এ সংকট রাজনৈতিক৷’’

ভোটের গ্রহণযোগ্যতার সুস্পষ্ট কোনো মানদণ্ড নেই বলেও মনে করেন সিইসি৷ তিনি বলেন, ‘‘কেউ বলবেন গ্রহণযোগ্য হয়েছে, কেউ বলবেন হয়নি৷ আপনারা (গণমাধ্যমকর্মী) দৃশ্যমান করে তোলার চেষ্টা করবেন৷ এতে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে৷ গণমাধ্যমে প্রকৃত চিত্র ওঠে আসলে, মানুষ প্রকৃত চিত্র বুঝতে পারবেন৷’’

নির্বাচনের আগেই এবার কারা সরকারে আসছেন, আর কারা বিরোধী দলে থাকবেন, সেটা সহজেই অনুমেয়৷ এমন পরিস্থিতিতে কমিশন বিব্রত কিনা জানতে চাওয়া হয় সিইসির কাছে৷ তিনি বলেন, ‘‘এটা আমাদের বিষয় নয়৷ নির্বাচন হলে তারাই সংসদে সিদ্ধান্ত নেবেন৷ আমরা এজন্য মোটেই বিব্রত নই৷’’

অনুষ্ঠানে সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন৷ অংশ নিয়েছেন দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকেরা৷

আরো পড়ুন- নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন ও অংশগ্রহণমূলক নয় বলা যাবে না: সিইসি

https://p.dw.com/p/4avp3
স্কিপ নেক্সট সেকশন ভোট বয়কটের আহ্বান নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন
৬ জানুয়ারি ২০২৪

ভোট বয়কটের আহ্বান নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

ভোটের কয়েক ঘণ্টা আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘গণতন্ত্রকামী ভোটারদের’ উদ্দেশ করে বলেছেন, ‘‘রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যারা আপনাকে গত ১৫ বছর অধিকারবঞ্চিত করে রেখেছে, তাদের অন্তত ৭ জানুয়ারি এক দিন বয়কট করুন৷’’

এদিন সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভোটারদের ভোটকেন্দ্রে না গিয়ে সারা দিন পরিবারকে সময় দেয়ার আহ্বান জানান তিনি৷

রিজভী বলেন, ‘‘আপনি, আপনার পরিবার, স্বজন-বন্ধুবান্ধব-পরিচিতজন ও প্রতিবেশীদের ভোটের নামে ‘বানর খেলার আসর বর্জন এবং ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করুন৷’’

নির্বাচন কমিশনের যাবতীয় প্রস্তুতির মধ্যে ভোটারদের ভোট না দেয়ার আহ্বান জানিয়ে শনিবার মিছিল সমাবেশ করেছে বিরোধী দলগুলো৷ ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি৷ উদ্বেগ, উৎকণ্ঠা কাটিয়ে মানুষকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার৷

https://p.dw.com/p/4avp1
স্কিপ নেক্সট সেকশন কক্সবাজারগামী বাস থেকে টাইম বোমা উদ্ধারের দাবি পুলিশের
৬ জানুয়ারি ২০২৪

কক্সবাজারগামী বাস থেকে টাইম বোমা উদ্ধারের দাবি পুলিশের

ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস থেকে শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস- আইইডি উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরকটি টাইম জেনারেটে়ড ছিল বলেও জানিয়েছে পুলিশ।

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার ডেইলি স্টার জানিয়েছে, বেঙ্গল পরিবহনের যাত্রীবাহী বাসের সিটের ওপর মালিকবিহীন অবস্থায় একটি ব্যাগ দেখতে পান বাসটির সুপারভাইজার মো. হাসান। কৌতূহলবশত ব্যাগটি খুলে সেখানে বোমা সদৃশ বস্তু দেখে কল দেন জাতীয় জরুরি সেবা '৯৯৯' নম্বরে।

এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রীয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিষ্ক্রিয় করে।

বাসটিতে ১৬ জন যাত্রী ও তিনজন স্টাফ ছিলেন। পরবর্তী স্টপেজগুলো থেকেও যাত্রী ওঠার কথা ছিল।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, 'বোমাটি বাসের ভেতর বিস্ফোরিত হলে যাত্রীসহ আরও অনেক প্রাণহানির শঙ্কা ছিল। বাসের স্টাফদের বিচক্ষণতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।'

বাসের স্টাফদের বরাত দিয়ে এসপি বলেন, 'যে সিটে ব্যাগটি পাওয়া গেছে ওই সিটের যাত্রী গাবতলী থেকে ওঠেন। তিনি সায়দাবাদ বাসস্ট্যান্ডে নামেন, কিন্তু আর ওঠেননি। আমরা ওই যাত্রীকে শনাক্ত করতে কাজ করছি।'

https://p.dw.com/p/4avoU
স্কিপ নেক্সট সেকশন নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ অর্ধশতাধিক ট্রেন
৬ জানুয়ারি ২০২৪

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ অর্ধশতাধিক ট্রেন

৫ জানুয়ারি যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে আগুনে নিহত হন অন্তত চার জন। এই ঘটনাকে নাশকতা বলে আখ্যা দিয়েছে পুলিশ। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে অন্তত আট বিএনপি নেতাকর্মীকে।
৫ জানুয়ারি যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে আগুনে নিহত হন অন্তত চার জন। এই ঘটনাকে নাশকতা বলে আখ্যা দিয়েছে পুলিশ। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে অন্তত আট বিএনপি নেতাকর্মীকে।ছবি: Habibur Rahman/Zuma/picture alliance

শুক্রবার ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে আগুনে অন্তত চার জনের মৃত্যুর পর রোববারের নির্বাচনকে ঘিরে ট্রেনে আরো নাশকতার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এমন ঝুঁকি এড়াতে বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে একাধিক ট্রেনযাত্রা।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের তিনটি ট্রেন আপাতত বন্ধ করা হয়েছে। ট্রেনগুলো হচ্ছে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস, ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস এবং নাজিরহাট কমিউটার ট্রেন।

রোববার থেকে ঢাকাগামী সাগরিকা এক্সপ্রেস বন্ধ থাকার কথাও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ৪২টি ট্রেন ও পশ্চিমাঞ্চলের ১০টি ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রেলওয়ের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে জানানো হয়েছে, ৬ থেকে ৮ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস এবং ৬ ও ৭ জানুয়ারি বন্ধ থাকবে ঢালারচর এক্সপ্রেস।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের পরিচালিত একটি পেইজে দেয়া পোস্টে ১০টি ট্রেন বন্ধের ঘোষণা দিয়েছেন।

পেইজটিতে দেয়া আরেকটি পোস্টে তিনি বলেন, ''ট্রেনে যাতায়াত কারী সকল যাত্রীর স্থির চিত্র/ ভিডিও ধারণ নিশ্চিত করা হবে।''

আরো পড়ুন- দেশের বিভিন্ন স্থানে স্থাপনা ও যানবাহনে আগুন, সংঘর্ষ

রাত পোহালেই ভোট

শেষ মুহূর্তে নির্বাচনকে ঘিরে পরিস্থিতি কেমন? একদিকে ভোট বর্জনের আহ্বান, অন্যদিকে ভোটার উপস্থিতি বাড়াতে নানা কৌশল। ঢাকায় ট্রেনে আগুনসহ দেশজুড়ে নানা সহিংসতার খবর পাওয়া গেছে। ঢাকার গাবতলী থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন ডয়চে ভেলের হারুনুর রশিদ স্বপন ও সমীর কুমার দে।

https://p.dw.com/p/4avex
স্কিপ নেক্সট সেকশন দেশি-বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকের সহযাগিতা কাম্য: প্রধান নির্বাচন কমিশনার
৬ জানুয়ারি ২০২৪

দেশি-বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকের সহযাগিতা কাম্য: প্রধান নির্বাচন কমিশনার

জাতির উদ্দেশে দেয়া ভাষণে সব ভোটারকে নির্ভয়ে, আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, সংশ্লিষ্ট প্রক্রিয়ায় সবার সমন্বিত সহযোগিতার মাধ্যমেই কেবল নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়ে থাকে৷ রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রার্থী দিয়ে নির্বাচনে কার্যকরভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে, নির্বাচন অধিক পরিশুদ্ধ ও অর্থবহ হয়৷তাতে জনমতেরও শুদ্ধতর প্রতিফলন ঘটে৷ 

নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এমন ধারণা খারিজ করে দিয়ে তিনি বলেন, ''নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত প্রশ্নে মতবিরোধের কারণে এবারের নির্বাচনে কাঙ্খিত রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। নির্বাচনি সার্বজনীনতা প্রত্যাশিত মাত্রায় হয়নি। তারপরও ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে। সর্বমোট ১৯৭১ জন প্রার্থী ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাহীন ও অংশগ্রহণমূলক নয় বলে আখ্যায়িত করা যাবে না।''

নির্বাচনের দায়িত্বে থাকা সকল কর্মকর্তাকেও আইন ও বিধিবিধান প্রয়োগ করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান কমিশনার। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সিইসি। আচরণবিধি না মানলে, ভোটগ্রহণ প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করা হলে প্রয়োজনে প্রার্থীদের প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে কমিশনের উদ্যোগের কথাও তুলে ধরেন কাজী হাবিবুল আউয়াল। এসময় স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যম ও পর্যবেক্ষকদের সহযোগিতাও কামনা করে বক্তব্য দেন তিনি। তিনি বলেন, ''নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ২৩ হাজার দেশি এবং প্রায় ২০০ বিদেশি পর্যবেক্ষক কাজ করবেন। পর্যাপ্ত সংখ্যক দেশি ও বিদেশি সংবাদকর্মীও নির্বাচন পর্যবেক্ষণ এবং চিত্র-তথ্য সংগ্রহে মাঠে অবস্থান করবেন।''

https://p.dw.com/p/4aveB
স্কিপ নেক্সট সেকশন নাশকতা হবে তথ্য ছিল: ব়্যাব; সংশ্লিষ্টতা বিএনপির: পুলিশ
৬ জানুয়ারি ২০২৪

নাশকতা হবে তথ্য ছিল: ব়্যাব; সংশ্লিষ্টতা বিএনপির: পুলিশ

ঢাকায় নাশকতার তথ্য জানলেও কোথায় নাশকতা হবে, তা জানতো না ব়্যাব
ঢাকায় নাশকতার তথ্য জানলেও কোথায় নাশকতা হবে, তা জানতো না ব়্যাবছবি: Sony Ramany/NurPhoto/picture alliance

ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

এই ঘটনায় এখন পর্যন্ত মোট আট জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। মোহাম্মদ হারুন বলেন, রোববারের নির্বাচনে যাতে ভোটাররা না আসেন, সেজন্য আতঙ্ক সৃষ্টিই ছিল লক্ষ্য। গ্রেপ্তার হওয়া আট জনের মধ্যে  ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীও রয়েছেন। তিনিই এই নাশকতার মূল অর্থদাতা বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন- দেশের বিভিন্ন স্থানে স্থাপনা ও যানবাহনে আগুন, সংঘর্ষ

অন্যদিকে, শনিবার ঢাকার মিরপুর কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন করেন র‍্যাবের মহাপরিচালক এম. খুরশীদ হোসেন। পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজধানীতে নাশকতা ঘটতে পারে এমন গোয়েন্দা তথ্য র‍্যাবের কাছে ছিল। কিন্তু কোথায় নাশকতা ঘটবে, তা নিশ্চিত করে জানা ছিল না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির হরতাল সত্ত্বেও ভোটারদের যাতে কেন্দ্রে যেতে কোনো সমস্যা না হয়, সেজন্য সতর্ক আছে ব়্যাব। র‍্যাব মহাপরিচালককে বলেন, ''মানুষের ব্যক্তিগত অধিকার রয়েছে ভোট দেওয়া কিংবা না দেওয়া। কিন্তু তাঁরা যদি ভোট দিতে বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করেন, সেটা হবে সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক। যাঁরা এই বেআইনি কাজ করবেন, তাঁদের কঠোর হস্তে দমন করবে র‍্যাব।''

নির্বাচন আয়োজনে কমিশনের চূড়ান্ত প্রস্তুতি

https://p.dw.com/p/4avZ3
স্কিপ নেক্সট সেকশন ভোট না দিলে ভাতা বন্ধের হুমকি
৬ জানুয়ারি ২০২৪

ভোট না দিলে ভাতা বন্ধের হুমকি

সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের ইউপি মেম্বার মৃণাল মোর্শেদ। তিনি জানান," আমরা ভোটকেন্দ্রে ভোটাররা যাতে যায় তার জন্য নানা কৌশল অবলম্বন করেছি। আমাদের চেয়াম্যান মো. মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে কাজ করছি। এর মধ্যে একটি হলো সরকারের বিাভিন্ন ধরনের যারা ভাতাভোগী তাদের মৌখিকভাবে জানিয়ে দিয়েছি তাদের অবশ্যই ভোটকেন্দ্রে আসতে হবে। নয়তো তাদের ভাতা বন্ধের আশঙ্কাসহ নানা সমস্যা হবে। ইউনিয়ন পরিষদের ভাতাভোগীদের তালিকা আছে। সেই তালিকা ধরে সবাইকে জানিয়ে দেয়া হয়েছে।”

ওই ইউয়িনে মোট নয়টি ওয়ার্ড। সব ওয়ার্ডেই একইভাবে ভোটারদের কেন্দ্রে নেয়ার জন্য কাজ করা হচ্ছে বলে জানান তিনি।তিনি বলেন," এভাবে আরো অনেক কৌশল অবলম্বন করেছেন আমাদের চেয়ারম্যান সাহেব। উঠান বৈঠক করে বুঝিয়েছেন। বলেছেন ভোট গণতান্ত্রিক অধিকার। এটা দিতে হবে।”

ভাতাভোগীরা ভোট না দিতে গেলে তাদের চিহ্নিত করার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ভাতাভোগীদের তালিকা এবং ভোটার নাম্বার তো আছে। যারা ভোট দেবেন কেন্দ্রের ভোটার লিষ্টে তাদের নামের পাশে তো টিক চিহ্ন দেয়া থকবে। যারা ভোট দেবেন না তাদের নামের পাশে তো টিক চিহ্ন থাকবেনা।

তিনি জানান, তার ওয়ার্ডে তিন হাজার ৫০০ ভোটার। তার মধ্যে প্রবীণ নাগরিক, বিধাব, প্রতিবন্ধী সবমিলিয়ে প্রায় ৮০০ ভাতাভোগী আছেন।
শনিবার ভোটের আগেরদিন রাত ১২ পর্যন্ত ভোটাদের কেন্দ্রে নেয়ার নানা কৌশলে কাজ চলবে বলে জানান ওই ইউপি সদস্য। তবে তার কথা, " ভোটের দিন আসলে বোঝা যাবে এই কৌশল কতটা কাজ করেছে।”

তিনি আরো জানান," আমরা ভেটারদের কেন্দ্রে নেয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করছি। এছাড়া সকারের পক্ষ থেকেও প্রতিটি ওয়ার্ডে তিনটি করে ইঞ্জিন চালিত ভ্যান দেয়া হয়েছে ভোটারদের নেয়ার জন্য।”

আরো জানতে পড়ুন- ভোট দিতে না গেলে ভাতা কার্ড বন্ধের আশঙ্কা!

https://p.dw.com/p/4avQz
স্কিপ নেক্সট সেকশন রামুর বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগ
৬ জানুয়ারি ২০২৪

রামুর বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মন্দিরের কাঠের সিঁড়ি।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি মং কেউ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে বলেন, শুক্রবার রাত ২টার দিকে মন্দিরে আগুন দেওয়ার চেষ্টা করে দুবৃর্ত্তরা। তবে ভক্ত ও স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় কাঠের তৈরি মন্দিরটি সম্পূর্ণ পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে।'

সিসিটিভি ফুটেজে কাপড় দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তিকে মন্দিরে আগুন লাগানোর পর কমপ্লেক্স থেকে বেরিয়ে যেতে দেখা গেছে বলেও জানান তিনি।

প্রথম আলো জানিয়েছে কক্সবাজারের রামু উপজেলা সদরের চেরাংঘাটা এলাকায় শতবর্ষী ‘উসাইচেন বৌদ্ধ বিহারে’ (বড় ক্যাং) আগুনে কাঠের সিঁড়ির অংশবিশেষ পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। কাঠের তৈরি বিহারটি পরিচালনা করেন রাখাইন সম্প্রদায়ের লোকজন।

দুর্বৃত্তরা বিহারটিতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছেন বিহার পরিচালনা কমিটি ও রাখাইন সম্প্রদায়ের নেতারা। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলামকে উদ্ধৃত করে প্রথম আলোকে জানিয়েছে, বিহারের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত দুইটার দিকে একজন লোক বিহারের ভেতর থেকে চলে যাচ্ছেন। কিন্তু লোকটিকে শনাক্ত করা যাচ্ছে না।

নির্বাচনের এক দিন আগে বৌদ্ধবিহারে আগুন দেওয়ার ঘটনা নাশকতা কি না, তা অনুসন্ধান করছে পুলিশ। বৌদ্ধবিহারসহ আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

এক যুগ আগে ২০১২ সালে কোরআন অবমাননা করে ফেসবুকে ছবি পোস্ট করার অভিযোগ তুলে রামুর ১২টি বৌদ্ধমন্দিরে আগুন দেয়া হয়৷ হামলা করা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িঘরেও৷ এ ঘটনায় ১৯টি মামলার একটি আপসে নিষ্পত্তি হলেও বাকি মামলাগুলোর কোনটিরই এখনও কোনো মীমাংসা হয়নি৷

 

https://p.dw.com/p/4avPB
স্কিপ নেক্সট সেকশন নির্বাচনের শেষ মুহূর্তে রাজধানীর চিত্র
৬ জানুয়ারি ২০২৪

নির্বাচনের শেষ মুহূর্তে রাজধানীর চিত্র

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ২৪ ঘণ্টারও কম সময় পর৷ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংবাদকর্মীরা৷ দেখুন নীচের ছবিঘরে।

https://p.dw.com/p/4avNw
স্কিপ নেক্সট সেকশন দেশের বিভিন্ন স্থানে স্থাপনা ও যানবাহনে আগুন, সংঘর্ষ
৬ জানুয়ারি ২০২৪

দেশের বিভিন্ন স্থানে স্থাপনা ও যানবাহনে আগুন, সংঘর্ষ

আগামীকাল বাংলাদেশে সাধারণ সংসদ নির্বাচন। নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে না। ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে' ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে তারা।

গাজীপুরের একটি ভোটকেন্দ্রে আগুন লাগার ঘটনা তদন্ত করছে পুলিশ। রাজধানী ঢাকার উপকণ্ঠে সন্দেহভাজন অপরাধীদের খোঁজ করছে পুলিশ। তাদের ধারণা, নির্বাচন পণ্ড করতে মাঝরাতে স্কুলে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

গাজীপুর থানার ওসি কাজী শফিকুল আলম বলেন,  "আমরা আরো কড়াভাবে নজরদারি করছিষ এবং উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা আটকাতে হবে।”

বিএনপি ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে' ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে, যার আজ প্রথম দিন। রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনও এ হরতাল চলবে।

ঢাকায় অক্টোবরের শেষ থেকে এখনো পর্যন্ত সহিংসতার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

ঢাকার পরিস্থিতি কেমন

শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকার রাস্তায় যানবাহন ও মানুষের সংখ্যা তুলনামূলক কম ছিল বলে বাংলাদেশের দৈনিক ডেইলি স্টার জানিয়েছে।

অন্যান্য এলাকার পরিস্থিতি

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ট্রেনসহ ৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া আগুন দেওয়া হয়েছে ৯টি স্থাপনায়। এর মধ্যে রয়েছে ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চবিদ্যালয়।

সুনামগঞ্জে একটি ভোটকেন্দ্রে ও ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে শনিবার ভোররাতে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারী দগ্ধ হয়েছেন।

এ ছাড়া শনিবার ভোরে শেরপুর সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি নাশকতার ঘটনা কি না তা তদন্ত করছে পুলিশ।

পটুয়াখালী শহরের একটি ভোটকেন্দ্রের এক কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শনিবার সকালে শহরের শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার-১০ আসনের নাঙ্গলকোট উপজেলার তিনটি ভোটকেন্দ্র ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবারই দিনগত রাত দুটোয় কক্সবাজারের রামু উপজেলায় একটি বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গিয়েছে মন্দিরের কাঠের সিঁড়ি। যদিও আগুন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গাবতলীতে গুলি, বিএনপি-পুলিশ সংঘর্ষ

বগুড়ার গাবতলী উপজেলায় নির্বাচনবিরোধী মশালমিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীদের লাঠিপেটার পাশাপাশি তাঁদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। শুক্রবার রাতে গাবতলী সদরের পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে 'ভাঙচুর'

বরিশাল-৫ (মহানগর ও সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামে এ ঘটনা ঘটে।

ভোটকেন্দ্রের নিরাপত্তা কেমন

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা মহানগরের রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানান, নাশকতা রুখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কমিশন প্রস্তুত আছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, 'প্রতি তিনটি ভোটকেন্দ্রের জন্য আমাদের মেট্রোপলিটন পুলিশের ছয়জন করে মোবাইল টিম থাকবে। এর বাইরে আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকছে প্রতি সাতটি বা আটটি কেন্দ্রে। ইতোমধ্যে বিজিবি মুভমেন্ট শুরু হয়েছে। আমাদের প্রতিটি সংসদীয় আসনের জন্য ইতোমধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

https://p.dw.com/p/4avNt