1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে করোনা আক্রান্ত হাজার ছাড়ালো

১৪ এপ্রিল ২০২০

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন৷ নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০৯ জন৷

https://p.dw.com/p/3arHt
ছবি: picture-alliance/dpa/S. Hoppe

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে৷

এখন পর্যন্ত বাংলাদেশে কোভিড ১৯ সংক্রমিত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০১২ জনে৷ মোট মারা গেছেন ৪৬ জন৷

ব্রিফিংয়ে জানানো হয়েছে গত একদিনে কোভিড ১৯ সন্দেহে মোট এক হাজার ৮০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ আগের দিনের মিলিয়ে পরীক্ষা করা হয়েছে এক হাজার ৯০৫ টি৷ এখন পর্যন্ত সর্বমোট পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১২৮টি নমুনা৷   

আক্রান্তদের মধ্য থেকে গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি৷ সংক্রমিত হওয়ার পর এখন পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৪২ জন৷ 

উল্লেখ্য সোমবারের হিসাবে নতুন শনাক্তের সংখ্যা ছিল ১৮২ জন৷ সেই হিসেবে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে প্রায় ১৫ ভাগ৷

এফএস/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য