1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশি দালালদের বিরুদ্ধে নামছে ভিয়েতনাম

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৩ জুলাই ২০২০

ভিয়েতনামের বড় বড় কোম্পানিতে কাজ দেয়ার নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে দালালরা৷ এরকম ১৭ জন প্রতারিত সোমবার হ্যানয়ে বাংলাদেশি দূতাবাসের সামনের রাস্তায় অবস্থান নেন৷

https://p.dw.com/p/3fpKO
Vietnam Leere Straßen durch Corona | Ho-Chi-Minh-Stadt
দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় হো চি মিন, নি ডুওং ও ভুং তাও শহরের পুলিশকে বাংলাদেশি দালালদের ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে৷

ভিয়েতনাম সরকার বাংলাদেশি দালালদের ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে৷

দেশে ফেরত পাঠানোর দাবিতে সোমবার ভিয়েতনামের ভুং তাও থেকে ১৭ জন শ্রমিক হ্যানয়ে পৌঁছে বাংলাদেশ দূতাবাসের সামনের রাস্তায় অবস্থান নেন৷ ভুং তাও থেকে হ্যানয়ের দূরত্ব এক হাজার ৬৭৭ কি.মি.৷ তবে বৃহস্পতিবার বিকেলে তাদের রাস্তা থেকে নিয়ে হ্যানয়ের একটি হোটেলে রাখা হয়েছে বলে ভুক্তভোগীদের একজন জানিয়েছে৷

ভিয়েতনাম পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় হো চি মিন, নি ডুওং ও ভুং তাও শহরের পুলিশকে বাংলাদেশি দালালদের ব্যাপারে তদন্ত করার নির্দেশ দিয়েছে৷ তাদের বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে৷

ওই ১৭ বাংলাদেশি নাগরিককে ভুং তাও শহরে ফিরিয়ে নেয়া, তাদের কাজ দেয়া বা ফ্লাইট চালু হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতেও ভিসা স্পন্সরকারীদের নির্দেশ দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ৷

১৭ জন বাংলাদেশির একজন রায়হান উদ্দিন জানান, তাদের সাথে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তা এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে বৃহস্পতিবার বিকেলে বৈঠক হয়েছে৷ বৈঠকের পর তাদের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে৷ তারা এখন তাদের চাকরি দেয়ার কথা বলছে৷ কিন্তু ১৭ জন বাংলাদেশি আর চাকরি করতে চান না৷ তারা দেশে ফেরত আসতে চান৷

রায়হান উদ্দিন

দালাল চক্র

রায়হান উদ্দিনের বাড়ি বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুরে৷ দালালকে সাড়ে চার লাখ টাকা দিয়ে সাত মাস আগে ভিয়েতনাম যান তিনি৷ তাকে ভুং তাও-ও হুন্দাই কোম্পানির একটি শিপইয়ার্ডে কাজ দেয়ার কথা ছিল৷ কিন্তু গত সাত মাসে তাকে কোনো কাজ দেয়া হয়নি৷ তারা ১৭ জনই একসঙ্গে ভিয়েতনাম যান৷ তার দাবি, তাদের সবার বিএমইটির অনুমোদন আছে৷

রায়হান বলেন, ‘‘সাত মাসে চাকরি তো দেয়ই নাই, উপরন্তু আমাদের প্রত্যেকের কাছ থেকে আরো এক হাজার ১০০ ডলার করে জোর করে নিয়েছে৷’’

তিনি জানান, বাংলাদেশের আতিক, সাইফুল ও সোবহানসহ আরো কয়েকজন মিলে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তুলেছে ভিয়েতনামে৷ তারা  ভিয়েতনামের বড় বড় প্রতিষ্ঠানের জাল কাগজপত্র তৈরি করে বাংলাদেশিদের নিয়ে আসে৷ প্রত্যেকের কাছ থেকে চার-পাঁচ লাখ টাকা নেয়৷ কিন্তু বাস্তবে ওইসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই৷ চাকরি তো দেয়ই না, উল্টো প্রতারাণা করে আরো টাকা আদায় করে, নির্যাতন করে৷ বাংলাদেশেও তাদের একটি চক্র আছে৷ তারা লোক সংগ্রহ করে৷

‘‘সাত মাস ধরে কোনো প্রতিকার না পেয়ে আমরা সোমবার ভুং তাও থেকে হ্যানয় এসে দূতাবাসের সামনে অবস্থান নেই,’’ জানান রায়হান উদ্দিন৷

সামিনা নাজ

বাংলাদেশ দূতাবাস যা করছে

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সামিনা নাজ দাবি করেন, তারা প্রতারিত বাংলাদেশিদের ব্যাপারে নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন৷ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিয়েতনামের এবং বাংলাদেশের সক্রিয় দালালদের ব্যাপারে তথ্য দেয়া হয়েছে৷ সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব এরই মধ্যে তিনজন দালালকে ঢাকায় গ্রেপ্তার করেছে৷

তিনি বলেন, ‘‘আমরা ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর পরই প্রতারিত বাংলাদেশিদের ব্যাপারে তারা সক্রিয় হয়েছে৷ আমাদের অনুরোধেই ওই ১৭ জনকে যারা নিয়ে এসেছেন, তারা হোটেলে নিয়ে গেছেন৷’’

তার জানান, দূতবাসের পক্ষ থেকে তাদের এখানে চাকরি দেয়া বা দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে নিয়োগ কর্তাদের রাজি করাতে ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে৷ তারা সে চেষ্টা করছেন৷ তারা চাকরি দিতেও রাজি হয়েছেন৷ কিন্তু এরা এখন চাকরি না করে দেশে ফেরত যেতে চাইছেন৷

ভিয়েতনামে সক্রিয় বাংলাদেশি প্রতারক চক্রের ব্যাপারে যে তথ্য পাওয়া যাচ্ছে তা-ও তাদের জানানো হচ্ছে বলে জানান তিনি৷ ভিয়েতনামের আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷

২০১৯ সালের নভেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান