বাংলাদেশ সফরে প্রণব
৩ মার্চ ২০১৩তিন দিনের সফরে রোববার দুপুরে ঢাকায় পৌঁছার কথা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির৷ তাঁকে স্বাগত জানাতে ঢাকা পুরোপুরি প্রস্তুত৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে একধরনের আবেগ কাজ করবে এটাই স্বাভাবিক৷ তবে সবচেয়ে বড় কথা বৃহৎ প্রতিবেশী দেশের সর্বোচ্চ ব্যক্তি বাংলাদেশ সফর করছেন৷ এতে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে৷
তিনি বলেন তিস্তার পানিসহ বাংলাদেশ ও ভারতের মধ্যকার অমীমাংসিত সমস্যা সমাধান এই সফরের বিষয় নয়৷ তবে এই সফর অমীমাংসিত সমস্যা সমাধানে সহায়তা করবে৷
প্রণব মুখার্জি যখন বাংলাদেন সফর করছেন তখন বাংলাদেশ একটি বিশেষ সময় পার করছে৷ বিশেষ করে শাহবাগ আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার এবং এর প্রতিক্রিয়ায় ব্যাপক সহিংসতা৷ আর তাঁর সফরের তিন দিনই বাংলাদেশে জামায়াত এবং বিএনপির হরতাল রয়েছে৷ তারপরও এই সফরসূচি ঠিক থাকায় বাংলাদেশ সরকার তার প্রশাসনিক সক্ষমতা প্রমাণ করতে পেরেছে বলে মনে করেন ড. শান্তনু মজুমদার৷
তিনদিনের সফরে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি দেবে৷ তিনি নড়াইলে তাঁর শ্বশুরবাড়ি যাবেন, শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করবেন৷