বাংলাদেশ চূড়ান্ত পর্বে ওঠেনি, উঠেছে লাওস!
২৮ মার্চ ২০১৩তার মানে এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে ওঠেনি বাংলাদেশ৷ উঠেছে লাওস ও তুর্কমেনিস্তান৷ বাছাইপর্বের সেরা ও দ্বিতীয় সেরা হিসেবে এ সুযোগ পেয়েছে তারা৷ প্রথম আলো অনলাইন জানাচ্ছে, একদিন পর বিষয়টি লিখিতভাবে জানিয়েছে এএফসি৷ আগে নাকি এশিয়ায় ফুটবলের সর্বোচ্চ সংস্থাই মৌখিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়েছিল বাছাইপর্বে দ্বিতীয় সেরা রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে উঠে যাওয়ার খবর৷ পরে নাকি মৌখিকভাবে দেয়া তথ্য থেকে এএফসি'ই সরে গেছে৷
তবে আগের দিন প্রথম আলো অনলাইন যেভাবে খবরটি পরিবেশন করেছিল সেখানে কিন্তু এএফসির মৌখিকভাবে কিছু বলার বিষয়টি নেই৷ তাই খবরে পূর্ণ আস্থা রাখাটাই ছিল যৌক্তিক৷ সেদিন লেখা হয়েছিল, ‘‘এএফসির সবুজ সংকেত চলে এসেছে বাফু্ফের কাছে৷ এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়ে গেছে বাংলাদেশ৷ বাছাই পর্বে দ্বিতীয় সেরা রানার্স আপ হিসেবে আগামী বছর শুরুর দিকে মালদ্বীপে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার চূ্ড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ৷''
তারপর ব্রুনাই নাম প্রত্যাহার করে নেয়ার ফলে দেখা দেয়া আশঙ্কা এবং এএফসির শেষ মুহূর্তের ব্যবস্থার কথা লিখে এ-ও জানানো হয়েছিল বাংলাদেশ কীভাবে নেপালে সুন্দর খেলার প্রাপ্য স্বীকৃতিটা পেলো৷ বৃহস্পতিবার প্রথম আলো অনলাইন ‘‘এএফসির নির্মম রসিকতা'' শিরোনামে দিয়েছে বাংলাদেশের দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়ার খবর৷ জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদও জানিয়েছেন এএফসির ওয়েবসাইটে হঠাৎ বাংলাদেশের পরিবর্তে লাওসের এএফসি চ্যালেঞ্জ কাপে উঠে যাওয়ার খবর৷ এ বিষয়ে বাফুফে এএফসিকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদলিপি পাঠানোর কথা ভাবছে বলেও জানিয়েছেন তিনি৷