বাংলাদেশ ও ভারতে একই দিনে জেএমবি সদস্য আটক
২৩ মার্চ ২০১৫ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টুয়েন্টিফোর লিখেছে, নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক নেতাকে ‘বোমা তৈরির সরঞ্জামসহ' গ্রেপ্তার করার কথা জানিয়েছে চট্টগ্রামের পুলিশ৷ গ্রেপ্তার এরশাদ হোসেন ওরফে মামুন জেএমবির চট্টগ্রাম জেলা কমান্ডার বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাগানবাড়ি শামলা মোড়ের একটি বাসা থেকে এরশাদকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন লিখেছে চট্টগ্রাম জেলার জেএমবি কমান্ডার আটকG
দ্য ইন্ডেপেন্ডেন্ট বিডি ঐ জেএমবি সদস্যকে শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছে৷
বাংলাদেশের প্রধান ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার লিখেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সদস্য গ্রেনেড তৈরির সরঞ্জামসহ চট্টগ্রামে আটক৷
ভারতের অনলাইন পত্রিকা লাইভ মিররের প্রতিবেদন বর্ধমান বিস্ফোরণের প্রধান সন্দেহভাজনকে শিয়ালদা থেকে আটক করেছে পুলিশ৷ প্রতিবেদনে বলা হয়েছে, ঐ বিস্ফোরণে বাংলাদেশের জেএমবি জড়িত বলে সন্দেহ করে আসছিল তদন্ত কর্মকর্তারা৷
এই খবরটি টুইটারে শেয়ার করেছেন জেসি বটচার৷
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: সঞ্জীব বর্মন