বর্ণবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
২৬ নভেম্বর ২০১৪মিসুরি পরিস্থিতি
পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার মিসুরি রাজ্য গভর্নর জে নিক্সন দাঙ্গা কবলিত ফার্গুসন এলাকায় আরো কয়েক'শ রক্ষী মোতায়েনের নির্দেশ দিয়েছেন৷ ৯ই আগস্ট পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন ফার্গুসনের রাস্তায় ১৮ বছর বয়সি তরুণ মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যা করেন৷ প্রায় তিনমাস ধরে শুনানির পর সোমবার রাতে বিচারকদের রায়ে উইলসনের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ না আনার সিদ্ধান্ত ঘোষণা করা হয়৷
গ্র্যান্ড জুরি তাঁদের সিদ্ধান্তে জানান, উইলসন আত্মরক্ষার্থে গুলি করেছেন৷ তাই তাঁকে অভিযুক্ত করা হয়নি৷ এর পরপরই কৃষ্ণাঙ্গ অধ্যুষিত ফার্গুসনের হতাশ, ক্ষুব্ধ বাসিন্দারা সহিংস দাঙ্গায় জড়িয়ে পড়ে৷ শহরটির ক্ষমতা কাঠামো শ্বেতাঙ্গ নিয়ন্ত্রিত হওয়ায় সহিংসতা প্রায় বর্ণবাদী দাঙ্গার রূপ নেয়৷ থানার সামনে বিক্ষোভ করেন কৃষাঙ্গরা, আগুন ধরিয়ে দেয়া হয় পুলিশের কয়েকটি গাড়িতে৷ নিহত ব্রাউনের পারিবারিক আইনজীবীও আদালতের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে রায়কে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন৷ দাঙ্গাকারীরা শহরের ডজনখানেক ভবন আগুনে পুড়িয়ে দিয়েছেন৷ কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় দাঙ্গাকারীরা খুব একটা সুবিধা করতে পারেনি৷
ভবনে অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র রাখা ও বেআইনি সমাবেশ করার অভিযোগে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ পরিস্থিতিকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন রাজ্য গভর্নর নিক্সন৷ দাঙ্গা কবলিত এলাকায় এখন ২,২০০ রক্ষী মোতায়েন আছে বলে জানিয়েছেন তিনি৷
উইলসনের বক্তব্য
মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যাকারী পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন ঘটনার পর মঙ্গলবার রাতে প্রথমবারের মতো এবিসি নিউজে সাক্ষাৎকার দিয়েছেন৷ তিনি বলেছেন, ব্রাউন নিহত হওয়ায় তিনি দুঃখিত, কিন্তু এ জন্য বিবেকের কাছে দায়ী নন তিনি৷ তবে নিজের জীবন নিয়ে তাঁর সংশয় রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷ তিনি এও বলেছেন যে, ব্রাউনের জায়গায় যদি কোনো শ্বেতাঙ্গ থাকত তবে একই কাজ করতেন তিনি৷ উইলসনের মতে, একজন পুলিশ কর্মকর্তা হিসেবে সঠিক দায়িত্ব পালন করেছেন তিনি৷
যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ
কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন হত্যার বিচারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে৷ বার্তা সংস্থা এপি-র প্রতিবেদনে জানানো হয়, নিউ ইয়র্ক থেকে সিয়াটল পর্যন্ত এই বিক্ষোভের অধিকাংশই শান্তিপূর্ণ৷ এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন এবং নানা ধরনের প্ল্যাকার্ড বহন করেন৷
নিউ ইয়র্কে বিক্ষোভকারীরা অল্প সময়ের জন্য ব্রুকলিন সেতু বন্ধ করে দেন৷ অন্যান্য সড়কে যান চলাচল ব্যাহত হয়৷ মিশিগান, মাইন, জর্জিয়া, উইসকনসিন, আটলান্টা, বস্টন, লস অ্যাঞ্জেলেসসহ আরও অনেক শহরে বিক্ষোভ হচ্ছে৷ মিনেসোটার মিনেপোলিসে বিক্ষোভ হয়েছে৷
ওবামার নিন্দা
ফার্গুসনে ব্যাপক সহিংসতা শুরুর পর এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এ ধরনের কাজ যারা করেছে, তারা অপরাধী বলে মন্তব্য করেছেন তিনি৷ তাদের বিচারের আওতায় আনারও ঘোষণা দিয়েছেন ওবামা৷
বিক্ষোভে ফুঁসছে ক্লিভল্যান্ড
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে খেলনা পিস্তল হাতে ১২ বছরের কিশোরকে গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবারও সেখানে প্রতিবাদ বিক্ষোভ করেছেন কয়েক'শ মানুষ৷ এর ফলে ব্যস্ত সড়কে দেখা দেয় যানজট৷ সেখানে প্রধান স্লোগান ছিল ‘হ্যান্ডস আপ ডোনট শ্যুট', ‘নো জাস্টিস নো পিস'৷
শনিবার তামির রাইস নামের ঐ কিশোরকে হত্যার পর প্রতিবাদের আগুন ক্লিভল্যান্ড থেকে ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে৷ এই আগুনে ঘি ঢেলেছে মিসুরি ফার্গুসন শহরে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে আদালত অভিযুক্ত না করায়৷ ক্লিভল্যান্ডের প্রধান প্রধান সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা৷
বিক্ষোভকারীদের একজন নিশা পিয়ার্স সংবাদ সংস্থা এপিকে বলেন, ‘‘যে ব্যবস্থা চলছে তাতে আমাদের রক্ষা করার জন্য কোনো আইন নেই৷ তাই সুবিচার পেতে হলে নিজের হাতেই আইন তুলে নিতে হবে৷''
এদিকে তামিরের পরিবার স্থানীয় অ্যাটর্নিকে তামির রাইস ও পুলিশের মধ্যে গুলির আগে কথোপকথনের ভিডিও প্রকাশের অনুরোধ জানিয়েছিল৷ পুলিশ সোমবার তাদের সেই ভিডিও দেখিয়ে জানিয়েছে বুধবার গণমাধ্যমের কাছে সেই ভিডিও প্রকাশ করবে তারা৷
শনিবারের ঘটনা-তামিরের হাতে ছিল সেমি-অটোম্যাটিক হ্যান্ডগানের মতো একটি ‘‘এয়ারসফ্ট'' গোত্রীয় একটি নকল পিস্তল৷ পুলিশ অফিসাররা সেটা না জেনেই গুলি চালান৷ যদিও তামির সেই পিস্তল পুলিশের দিকে তাক করেনি, এমকি কিছু বলেনি পর্যন্ত৷ রবিবার সকালে তামির হাসপাতালে মারা যায়৷
স্থানীয় পুলিশ ডিপার্টমেন্ট ভিডিও ও অপরাপর সাক্ষ্য-সাবুদ সংগ্রহ করেছে এবং সরকারি কৌঁসুলির কাছে পেশ করবে, বলে জানিয়েছে৷ অতঃপর সরকারি কৌঁসুলির দপ্তর সেই সব সাক্ষ্য-প্রমাণ গ্র্যান্ড জুরির কাছে দাখিল করতে পারে৷ তা থেকে নির্ধারণ করা হবে, পুলিশ অফিসারটি সঙ্গত কারণে, না অসঙ্গতভাবে বলপ্রয়োগ করেছিলেন৷ তামির রাইস-এর পরিবারবর্গের অ্যাটর্নি কিন্তু জানিয়েছেন যে, তারা ব্যক্তিগতভাবে ঘটনার তদন্ত করে দেখবেন৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)