1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশরাশিয়া

বরফনদীতে নামলো রাশিয়ার বিমান!

৩১ ডিসেম্বর ২০২৩

রানওয়ে ভেবে হিমায়িত এক নদীতে ৩০ জন যাত্রী নিয়ে অবতরণ করেছে একটি বিমান৷

https://p.dw.com/p/4ajou
বরফের আটকে থাকা বিমানটি
এএন-২৪ বিমানটি এয়ারপোর্টের বাইরে কোলিমা নদীতে অবতরণ করেছবি: EASTERN SIBERIAN TRANSPORT PROSECUTOR via REUTERS

প্রচণ্ড শীতে জমে গেছে কোলিমা নামের রাশিয়ান এক নদী৷ বৃহস্পতিবার সেই হিমায়িত নদীকে রানওয়ে ভেবে ভুল করে ফেললেন পাইলট৷ তবে বিমানটি নিরাপদেই নামাতে পেরেছেন পাইলট৷ এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি৷

রাশিয়ার পূর্ব দিকে ইয়াকুতিয়া অঞ্চলের জিরিয়ানকায় রয়েছে একটি বিমান বন্দর৷ সেখানেই নামার কথা ছিল বিমানটির৷ আর বিমানবন্দরের পাশ দিয়েই বয়ে গেছে কোলিমা নামের নদীটি৷

বরফে জমে যাওয়া নদীতে উড়োজাহাজ
বরফে জমে যাওয়া কোলিমা নদীতে অবতরণ করে উড়োজাহাজটিছবি: EASTERN SIBERIAN TRANSPORT PROSECUTOR via REUTERS

পরিবহণ বিষয়ক আইনজীবীরা জানিয়েছেন, পাইলটের ভুলের কারণেইপোলার এয়ারলাইনসের যাত্রীবাহী বিমানটি বরফের ওপর অবরতরণ করে৷ আর বিমানটি ছিল সোভিয়েত যুগের আন্তোনভ-২৪ এয়ারক্রাফট৷

ইস্টার্ন সাইবেরিয়ান পরিবহণ আইনজীবিদের একজন মুখপাত্র বলেন, ‘‘প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটির পরিচালনায় থাকা ব্যক্তিদের কারণেই এই ঘটনাটি ঘটেছে৷''

তুন্দ্রা অঞ্চলের মানুষের জীবন

নদীর পানি হয়ে গেছে বরফ, আর সেই বরফের উপর দাঁড়িয়ে থাকা বিমানটির একটি ছবিও প্রকাশ করা হয়েছে৷ ইজভেস্টিয়া নামের একটি সংবাদপত্র, বিমান থেকে যাত্রীদের নেমে আসার ছবিও প্রকাশ করেছে৷

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানটির পরিচালক প্রতিষ্ঠান পোলার এয়ারলাইনস জানিয়েছে, ‘‘এএন-২৪ বিমানটি জারিয়ানকা বিমানবন্দরের রানওয়ের বাইরে অবতরণ করেছে৷''

তারা আরো উল্লেখ করেছে, ‘‘এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷''

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এক যাত্রীর ভিডিও ফুটেজ দেখে বোঝা গেছে বিমানটি একেবারে মাঝ নদীতে নেমেছে৷

এ বছর জিরিয়ানকার তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রিতে নেমে গেছে৷

টিএম/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান