1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ধুত্ব থাকলে সব সমস্যার সমাধান সম্ভব:শেখ হাসিনা

৬ সেপ্টেম্বর ২০২২

ভারত ও বাংলাদেশের, বন্ধুত্বের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্ধুত্ব থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব৷

https://p.dw.com/p/4GSKq
ছবি: Hindustan Times/IMAGO

তিনি বলেন,  ‘‘বন্ধুত্বের মাধ্যমে আপনি যেকোন সমস্যার সমাধান করতে পারেন৷ সুতরাং আমরা সর্বদা তাই-ই করি৷’’  

চার দিনের ভারত সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা অনুষ্ঠানে কথা বলছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷

সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন,  ‘‘ভারত আমাদের বন্ধু৷ আমি যখনই ভারতে আসি, সেটা আমার জন্য আনন্দের৷ বিশেষ করে আমরা সবসময় আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করি৷ আমাদের মধ্যে বন্ধুত্ব আছে, আমরা একে অপরকে সহযোগিতা করছি৷’’  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে একটি অশ্বারোহী দল তাকে স্বাগত জানিয়ে পথ দেখিয়ে অনুষ্ঠান প্রাঙ্গণে নিয়ে যায়৷

সেখানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বাংলাদেশের সরকারপ্রধানকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা, ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়৷

ভারতের বার্তা সংস্থা এএনআই জানায়, অভ্যর্থনা অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তৃতার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দি ও বাংলা দুই ভাষাতেই একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভারতের নাগরিকদের শুভেচ্ছা জানান৷

তার আগে ঢাকা ও দিল্লির সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন,  ‘‘আমাদের মূল লক্ষ্য হল জনগণের সম্মিলন, দারিদ্র্য বিমোচন এবং অর্থনীতির উন্নয়ন৷

 ‘‘এসব বিষয়ে আমি মনে করি, আমাদের দুটি দেশ একসঙ্গে কাজ করছে, যাতে শুধু ভারত ও বাংলাদেশের মানুষই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার মানুষ উন্নত জীবন পেতে পারে৷ এটা আমাদের মূল লক্ষ্য৷’’  

তিন বছর পর এই ভারত সফর ফলপ্রসূ হওয়ার আশাবাদ প্রকাশ করে শেখ হাসিনা বলেন,  ‘‘আমাদের মূল লক্ষ্য হল, জনগণের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি দেশকে অর্থনৈতিক অগ্রগতির পথে নিয়ে যাওয়া৷ আমরা সেটা করতে সক্ষম৷ বন্ধুত্ব দিয়ে যে কোনো সমস্যারই সমাধান করা যায়৷ আমরা সব সময় সেটাই করি৷’’  

অভ্যর্থনা অনুষ্ঠান শেষে শেখ হাসিনা যান রাজঘাটে৷ সেখানে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করেন৷

রাষ্ট্রীয় সফরে সোমবার ভারতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিন বছর পর তার এ দ্বিপক্ষীয় সফরে বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে৷

মঙ্গলবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও বৈঠক করবেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য