দোহার বড়রাস্তায় বাঘমামা
১১ মার্চ ২০১৬বেঙ্গালুরুতে কিছুদিন আগে প্রকাশ্যে চিতাবাঘ ঘুরে বেড়ানো নিয়ে ভারতে হইচই পড়ে গিয়েছিল৷ সিলিকন সিটির একটি স্কুলে চিতাবাঘ ঢোকায় ঐ অঞ্চলের সব স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন কর্তৃপক্ষ৷ তবে দোহাতে যা ঘটেছে, তা দেখে বেঙ্গালুরুর স্কুল কর্তপক্ষ এটা ভেবে নিশ্চিন্ত হতে পারেন যে, এমন ঘটনার সাক্ষী একমাত্র তাঁরাই নন৷ এর চেয়েও ভয়ানক ঘটনা ঘটতে পারে৷
মঙ্গলবার দোহার এক্সপ্রেসওয়ের ব্যস্ত রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বাঘটি৷ ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী ক্যামেরাবন্দি করেন৷ মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে৷ ভিডিওটা ক্লিক করলেই দেখবেন, যানজটে ঠাসা রাস্তার মধ্যে দিয়ে কীভাবে একটা বাঘ ছুটে বেড়াচ্ছে৷ হতভম্ব বাঘমামা হয়ত রাস্তা থেকে বের হওয়ার পথ খুঁজছিল৷
শেষ পর্যন্ত এক ব্যক্তি পোষা কুকুর ধরার মতো একটা গাড়ির নীচ থেকে বাঘটিকে বার করে এনেছেন৷ সেই দৃশ্যও রয়েছে ভিডিওতে৷ বাঘটার গলায় একটা শিকল বাঁধা, অর্থাৎ বাঘমামা কারুর পোষ্য ছিল৷ সম্ভবত ট্রাকে বা গাড়ি করে নিয়ে যাওয়ার সময়ে কোনোভাবে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল বাঘটি৷
ইতিমধ্যে অবশ্য বাঘটিকে ধরা গেছে এবং বাঘমামার মালিককেও শনাক্ত করেছে দোহার কর্তৃপক্ষ৷
আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আর্থিক প্রতিপত্তি দেখানোর জন্য বাঘ, চিতাবাঘ বা সিংহের মতো বন্যপ্রাণী পোষা নতুন কিছু নয়৷ কিন্তু এই ভিডিওটি দেখলে আপনি চমকে উঠতে বাধ্য৷ ভিডিওটি দেখে বলুন তো, ঠিক বলছি কিনা!
ডিজি/এসিবি