1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঘের থাবায় জব্দ মাহুত

৪ মার্চ ২০১৬

এটা প্রথমবার নয়, এমন ঘটনা আসামের গহীন জঙ্গলে আগেও ঘটেছে৷ বাঘকে ঘুমপাড়ানি ওষুধ দিতে গিয়ে বাঘের থাবায় আহত হয়েছে অনেক গ্রামবাসী, এমনকি হাতির পিঠে বসা মাহুতও৷ এবারো ঘটেছে সে ঘটনার পুনরাবৃত্তি৷

https://p.dw.com/p/1I6yl
Youtube Indien Tigerangriff
ছবি: Youtube/WildFilmsIndia

একটা বাঘকে ঘন ঘন লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল৷ এই গ্রাম থেকে গরু, ঐ গ্রাম থেকে ছাগল নিয়ে যাচ্ছিল সে৷ তাই বাঘটিকে ঘুমের ওষুধ দিয়ে দূরের জঙ্গলে রেখে আসতে চেয়েছিলেন গ্রামবাসীরা৷ তলব পড়েছিল বন দপ্তরের এক মাহুতের৷ বাঘের উৎপাত থেকে বহুবার এই মাহুত গ্রামবাসীদের উদ্ধার করেছেন৷

কিন্তু কথায় বলে না ‘এভ্রি ডে ইজ নট সানডে'? এক্ষেত্রেই ঠিক তা-ই হলো৷ বাঘের দেখা মিললেও জনতার চিৎকারে ঘুমপাড়ানি ওষুধ হলো লক্ষ্যভ্রষ্ট৷ তীরটি নাক বরাবর আসতেই এক লাফে হাতির পিঠে বসা মাহুতের ওপর ঝাঁপিয়ে পড়লো ‘বাঘ মামা'৷ অর্থাৎ হানাদার রয়েল বেঙ্গল টাইগারকে ঘুম পাড়াতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হলন মাহুত নিজেই৷

সঙ্গে সঙ্গেই শুরু হলো হই চই৷ থাবার আঘাতে তখন দর দর করে রক্ত ঝরছে মাহুতের শরীর থেকে৷ তাকে ক্ষতবিক্ষত করার পর অবশ্য বাঘ বাবাজি আর দাঁড়ায়নি৷ এক দৌড়ে পালিয়ে গেছে সবুজ ঘাসের মধ্যে৷

ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, কেমন করে বাঘের হাতে জব্দ হলেন মাহুত৷

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান