1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে গুলিতে নিহত তিন পুলিশ

২৩ ডিসেম্বর ২০২০

পারিবারিক কলহের জেরে আটক এক নারীকে উদ্ধার করতে গিয়ে ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে৷ আটক নারীকে অক্ষত উদ্ধার করেছে পুলিশ৷

https://p.dw.com/p/3n8PX
পারিবারিক কলহের জেরে আটক এক নারীকে উদ্ধার করতে গিয়ে ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে৷ আটক নারীকে অক্ষত উদ্ধার করেছে পুলিশ৷
সাম্প্রতিক ছবি৷ছবি: GEOFFROY VAN DER HASSELT/AFP

বুধবার মধ্যরাতে ফ্রান্সের পুয়ে-দে-দোম গ্রামের এক বাড়িতে সহিংস কলহের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায় পুলিশ৷ জানা যায়, সেই বাড়ির ছাদে এক নারীকে আটকে রাখা হয়েছে৷ তাকে উদ্ধার করতে পুলিশ কর্মকর্তারা এগিয়ে গেলে ৪৮ বছর বয়সি এক ব্যক্তি গুলি চালাতে শুরু করে৷ গুলিবিদ্ধ তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং একজন আহত হন৷

বন্দুকধারী ব্যক্তি পুলিশের ওপর গুলি চালানোর পর বাড়িতে আগুন লাগিয়ে দেন৷ দমকল বাহিনি এখনো আগুন নেভানোর চেষ্টায় ব্যস্ত৷

ফ্রান্সের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পুলিশের ওপর গুলি চালানো ব্যক্তিকে এখনো পাওয়া যায়নি৷ তিনি আগুনে পুড়ে গেছেন, নাকি আগুন লাগিয়ে দিয়ে পালিয়েছেন, সে সম্পর্কেও এখনো নিশ্চিত হওয়া যায়নি৷ 

ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ কাস্তঁ এক বিবৃতিতে বুধবারের ঘটনাকে ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড দার্নানিনও এক টুইট বার্তায় গভীর শ্রদ্ধা জানিয়েছেন নিহত তিন পুলিশ কর্মকর্তার প্রতি৷

এসিবি/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান