1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাঙ্কফুর্টের সাবওয়েতে হ্যান্ড গ্রেনেড উদ্ধার

২ নভেম্বর ২০২৩

পুলিশ জানিয়েছে, ফ্রাঙ্কফুর্টের সেন্ট্রাল স্টেশনের সাবওয়ে থেকে এই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। একজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ।

https://p.dw.com/p/4YIm2
গ্রেনেডটি শক্তিশালী ছিল। ফাটলে ২০ মিটারের মধ্যে প্রচুর মানুষের মৃত্যু হত।
গ্রেনেডটি শক্তিশালী ছিল। ফাটলে ২০ মিটারের মধ্যে প্রচুর মানুষের মৃত্যু হত। ছবি: Andreas Arnold/dpa/picture alliance

সাবওয়ে দিয়ে যাওয়ার সময় কিছু মানুষ এই হ্যান্ড গ্রেনেডটি দেখতে পান। তারা পুলিশকে খবর দেন। পুলিশ জানিয়েছে, গ্রেনেডের মধ্যে বিস্ফোরক ছিল।

জার্মানির ট্যাবলয়েড বিল্ড জানিয়েছে, এই গ্রেনেডটি সাবেক যুগোস্লাভিয়ায় তৈরি এবং এম৫২ মডেলের। ২০ মিটার ব্যাসার্ধের মধ্যে মানুষ মারার ক্ষমতা আছে এই গ্রেনেডের।

 সিসিটিভি-তে সন্দেহজনক ব্যক্তি

পুলিশ এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে একজন সন্দেহভাজনকে তারা চিহ্নিত করেছে। ভোরবেলা মুখে মাস্ক পরে একজন সাবওয়েতে ঘোরাফেরা করছিল। সে গ্রেনেডটি একটি শপিং আর্কেডের সামনে রেখে যায়।

এই সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ।
এই সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ। ছবি: Polizei Frankfurt

পুলিশ জানিয়েছে, চারটে ১৮ মিনিট নাগাদ একজন অজানা পুরুষকে স্টেশনের বি ও সি লেভেলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে। অল্প সময় পর বি লেভেলে সে গ্রেনেডটি রেখে চলে যায়।

পুলিশ জানিয়েছে, তারা কিছু সূত্র পেয়েছে। সেগুলি অনুসন্ধান করে দেখা হচ্ছে। সাধারণ মানুষের কাছেও তথ্য দেয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

এর আগেও ফ্রাঙ্কফুর্ট রেল স্টেশনে অপরাধমূলক কাজকর্ম হয়েছে। ২০২১ সালে সেন্ট্রাল স্টেশনে প্রচুর মানুষ ছুরিকাহত হয়েছিলেন। ২০১৯ সালে এক দুষ্কৃতী এক নারী ও তার আট বছর বয়সি ছেলেকে ট্রেনের সামনে ফেলে দেয়। বাচ্চাটি মারা যায়। একই বছরে স্টেশনের কাছে একটি ব্যাংক ডাকাতি হয়, তারপর স্টেশন বন্ধ রাখা হয়।

জিএইচ/এসজি (ডিপিএ, এএফপি)