জার্মানিতে রাজ্য নির্বাচনে জয়ী ডানপন্থি রাজনীতিবিদ আটক
৩০ অক্টোবর ২০২৩বিজ্ঞাপন
সোমবার নতুন সংসদ শুরুর আগে তাকে গ্রেপ্তার করা হয়৷
ভুয়র্ৎসবুর্গ শহরের সরকারি কৌঁসুলির কার্যালয় শনিবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল৷ কিন্তু কী কারণে পরোয়ানা জারি করা হয়, তা জানানো হয়নি৷ কৌঁসুলির কার্যালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা ডিপিএকে বলেছিলেন, কৌশলগত কারণে তারা অভিযোগের বিষয়টি জানাতে চান না৷
তবে হালেম্বাসহ শিক্ষার্থীদের একটি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত চলছিল৷ ঐ গোষ্ঠী ব্যবহার করে এমন কয়েকটি জায়গা থেকে নাৎসিসহ নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের প্রতীক উদ্ধার করা হয়েছিল৷
জার্মানিতে সাংসদেরা দায়মুক্তি পেয়ে থাকেন৷ হালেম্বার ক্ষেত্রে সোমবার থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল৷ কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, জেডডিএফ)