1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে রাজ্য নির্বাচনে জয়ী ডানপন্থি রাজনীতিবিদ আটক

৩০ অক্টোবর ২০২৩

জার্মানির অভিবাসনবিরোধী দল এএফডি থেকে নির্বাচন করে সম্প্রতি বাভারিয়া রাজ্যের সংসদ নির্বাচনে জয়ী হন ২২ বছর বয়সি ডানিয়েল হালেম্বা৷

https://p.dw.com/p/4YBrZ
Deutschland AfD Logo
ছবি: Klaus-Dietmar Gabbert/dpa/picture alliance

সোমবার নতুন সংসদ শুরুর আগে তাকে গ্রেপ্তার করা হয়৷

ভুয়র্ৎসবুর্গ শহরের সরকারি কৌঁসুলির কার্যালয় শনিবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল৷ কিন্তু কী কারণে পরোয়ানা জারি করা হয়, তা জানানো হয়নি৷ কৌঁসুলির কার্যালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা ডিপিএকে বলেছিলেন, কৌশলগত কারণে তারা অভিযোগের বিষয়টি জানাতে চান না৷

জার্মানিতে চরম ডানপন্থা ও তিনটি প্রশ্ন

তবে হালেম্বাসহ শিক্ষার্থীদের একটি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত চলছিল৷ ঐ গোষ্ঠী ব্যবহার করে এমন কয়েকটি জায়গা থেকে নাৎসিসহ নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের প্রতীক উদ্ধার করা হয়েছিল৷

জার্মানিতে সাংসদেরা দায়মুক্তি পেয়ে থাকেন৷ হালেম্বার ক্ষেত্রে সোমবার থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল৷ কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, জেডডিএফ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য