1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুকুশিমায় তেজস্ক্রিয় পানি সাগরে গিয়ে পড়ছে

২ এপ্রিল ২০১১

ফুকুশিমা থেকে শেষ খবর: দু’নম্বর রিয়্যাক্টরের কাছে একটি চৌবাচ্চায় বিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ফাটল থেকে উচ্চ তেজস্ক্রিয়তা সম্পন্ন পানি সাগরের জলে গিয়ে পড়ছে৷

https://p.dw.com/p/10mPN
জাপানের ভাগ্য যাদের হাতেছবি: picture-alliance/dpa

ঐ চৌবাচ্চায় কেবল, মানে মোটা বিদ্যুতের তার রাখা হতো৷ জাপানের সরকারি পরমাণু কর্তৃপক্ষ এবং ফুকুশিমার পরিচালক সংস্থা টেপকো, উভয়েই বলছে কংক্রিট কিংবা সিমেন্ট দিয়ে ফাটলটা বোজানোর কথা৷ তাড়াটা এই কারণে যে, ঐ চৌবাচ্চার জলের তেজস্ক্রিয়তা ঘণ্টায় ১,০০০ মিলিসিভার্ট৷ এবং সাগরের জলে যে পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন-১৩১ পাওয়া গিয়েছে, তা আইনত বৈধ সীমার ৪,০০০ গুণ ঊর্ধ্বে৷

কিন্তু ফুকুশিমার আসল সমস্যা তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির ভবনগুলি থেকে তেজস্ক্রিয় পানি সরানো, যা'তে কর্মীরা রিয়্যাক্টরগুলিকে শীতল রাখার প্রণালী আবার চালু করতে পারে৷ সমস্যা যেমন জটিল, তেমন নানা ধরণের সমাধানের কথাও ভাবা হচ্ছে৷ তেজস্ক্রিয় পানি রাখার জন্য সাগরে একটি ১৮,০০০ টন পানি ধরার মতো পন্টুন বা ভাসমান ট্যাংক তৈরির কথা ভাবা হচ্ছে৷ ওদিকে রিয়্যাক্টরগুলোকে ঠান্ডা রাখার একমাত্র পন্থা এখন ওপর থেকে পানি ফেলা৷ টেপকো এখন মার্কিন নৌবাহিনীর একটি গাধাবোট দিয়ে জল আনাচ্ছে সেই কাজে৷ জল - অথবা প্রয়োজনে সিমেন্ট কি কংক্রিট পাম্প করার জন্য শক্তিশালী পাম্প দরকার৷ কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে বিশ্বের বৃহত্তম সিমেন্ট বুম পাম্প, ৭০ মিটার অবধি পাম্প করার ক্ষমতা রাখে৷ এগুলো আবার রিমোট কন্ট্রোল দিয়েও চালানো যায়৷ এ'ধরণের দু'টি পাম্প আসছে আগামী সপ্তাহান্তে, বিশ্বের বৃহত্তম পরিবহণ বিমান, রুশ আন্টোনভ এএন-২২৫'এ চড়ে৷ জার্মানি আর চীন তো আগেই এ'ধরণের পাম্প পাঠিয়েছে৷

Japan Pumpe zur AKW-Kühlung
জার্মানির স্টুটগার্ট থেকে যে বুম পাম্পটি জাপানে পাঠানো হয়েছেছবি: picture alliance/dpa

আসলে ঠিক এই ধরণের বুম পাম্প দিয়েই উক্রেইনের চেরনোবিলে পারমাণবিক দুর্ঘটনার পর রিয়্যাক্টরটিকে কংক্রিটের স্তর দিয়ে ঢেকে দেওয়া হয়৷ অর্থাৎ ফুকুশিমাতে যদি শেষমেষ সেই পথে যেতে হয়, তা'হলে কংক্রিট ঢালার ব্যবস্থা হাতেই রইল৷

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান এই প্রথমবার বিপর্যয় পীড়িত এলাকায় গিয়ে কর্মীদের বলেছেন: তাদের এই প্রত্যয় নিয়ে লড়তে হবে যে, এ'লড়াইতে হারা চলবে না৷ কেননা এটা জাপানের ভাগ্য নির্ধারণের লড়াই৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই