1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

ফিলাডেলফিয়ায় গুলি, নিহত তিন

৬ জুন ২০২২

ফের গুলি অ্যামেরিকায়। রোববার গুলি চলল ফিলাডেলফিয়ার একটি বাজার অঞ্চলে। একাধিক ব্যক্তি গুলি চালিয়েছে বলে অভিযোগ।

https://p.dw.com/p/4CJcd
ফিলাডেলফিয়ায় গুলিচালনার পরের ছবি।
ফিলাডেলফিয়ায় গুলিচালনার পরের ছবি। ছবি: Michael Perez/AP/picture alliance

শনিবার মাঝরাতে এই ঘটনা ঘটেছে ফিলাডেলফিয়ার একটি বিনোদনমূলক রাস্তায়। জমজমাট ওই রাস্তায় ওই বহু মানুষ ছিলেন। তারই মধ্যে একাধিক ব্যক্তি আচমকা গুলি চালাতে শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনায় এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত অন্তত ১১।

ফিলাডেলফিয়ার পুলিশ ইনস্পেক্টর ডি এফ পেস জানিয়েছেন, ''সাউথ স্ট্রিটে স্থানীয় অফিসাররা পেট্রোলিং করছিলেন। তখনই তারা প্রথম গুলির আওয়াজ শুনতে পান। ঘটনাস্থলে তারা একাধিক ব্যক্তিকে গুলি চালাতে দেখেন। ভিড় লক্ষ্য করে তারা গুলি চালাচ্ছিল।''

পুলিশের দাবি, সব মিলিয়ে পাঁচটি বন্দুক থেকে গুলি চালানো হয় বলে মনে করা হচ্ছে। সাময়িক বচসার পরে এমন ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন। পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয়েছেন বলে পুলিশের ধারণা। যদিও সে পালিয়েছে। আরেক বন্দুকধারীর মৃতদেহ উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। সে-ই প্রথম বচসায় জড়ায় বলে অভিযোগ।

গুলি চলার পর এলাকাটি ঘিরে রাখে পুলিশ।
গুলি চলার পর এলাকাটি ঘিরে রাখে পুলিশ। ছবি: Michael Perez/AP/picture alliance

ঘটনাস্থল থেকে দুইটি হ্যান্ডগান মিলেছে। একটির সঙ্গে অতিরিক্ত ম্যাগাজিন ছিল। এখনো পর্যন্ত ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে বন্দুকধারীদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের বক্তব্য, পেট্রোলিং টিম যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন তারা দেখে, এক ব্যক্তি তখনো ভিড় লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। এরপর হ্যান্ডগানটি ফেলে সে ভিড়ের ভিতর মিশে যায়। ৬০০ অ্যামেরিকান স্ট্রিটের দিকে সে চলে যায়।

ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ বছরের গ্রেগরি জ্যাকসন, ২৭ বছরের অ্যালেক্সিস কুইন এবং ২২ বছরের এক তরুণের। তার নাম এখনো পর্যন্ত জানা যায়নি। ১১ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দুকধারীরা কেন গুলি চালালো, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেনি পুলিশ। প্রশাসন জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে তদন্ত এখনো প্রাথমিক স্তরে আছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, সিএনএন)