ফিনল্যান্ডে একদিনের প্রধানমন্ত্রী
৮ অক্টোবর ২০২০শিশু অধিকার সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল গ্লোবাল-এর ‘গার্লস টেকওভার' প্রচারণার অংশ হিসেবে কিশোরী আভা মুর্তো পেয়েছিলেন এই দায়িত্ব৷ প্রধানমন্ত্রী সানা মারিন এর জন্য বুধবার তাই অনেকটা ‘নির্ভারই' কেটেছে৷
আভা মুর্তো ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলের ভাস্কির বাসিন্দা৷ একদিনের প্রধানমন্ত্রী হয়ে আইনমন্ত্রীর সাথে বৈঠকের পর গণমাধ্যমকে তিনি জানান, দিনটি তার জন্য খুবই রোমাঞ্চকর ছিল৷ আইন বিষয়ে নতুন অনেক কিছু তিনি শিখেছেন৷
শিক্ষার্থী আভা জলবায়ু ও মানবাধিকার বিষয়গুলো নিয়ে আগে থেকেই সক্রিয় ছিলেন৷ বুধবার বিকেলে সংসদ সদস্য এবং উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক মন্ত্রীর সাথেও তিনি বৈঠক করেছেন৷
নীতি নির্ধারকদের উদ্দেশ্যে তিনি কী বার্তা দিয়েছেন? এই সম্পর্কে গণমাধ্যমকে আভা বলেন, ‘‘মেয়েরা কতটা গুরুত্বপূর্ণ তা আরো ভালো করে বোঝা দরকার এবং প্রযুক্তিতে মেয়েরা ছেলেদের চেয়ে কোনো অংশে কম নয়৷ আমি মনে করি, নতুন উদ্ভাবন এবং ভবিষ্যতে নিয়ে বড়দেরকে তরুণরা অনেক কিছু শেখাতে পারে৷’’
ভবিষ্যতে পুরো সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল, ‘‘যদিও এই সিদ্ধান্ত আমার ওপর নির্ভর করে না, তবে সম্ভবত আমি করব৷’’
মেয়েদের বিরুদ্ধে অনলাইন নীপিড়নের সমস্যা, তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি জগতে লিঙ্গ সমতা নিয়ে কাজ করে ‘গার্লস টেকওভার’৷ আন্তর্জাতিকভাবে লিঙ্গ সমতার দিক থেকে ফিনল্যান্ড অনেক এগিয়ে৷ তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উচ্চপদে এখনও নারীদের প্রতিনিধিত্ব অনেক কম৷ প্রযুক্তি বিষয়ক পড়াশোনায়ও ফিনল্যান্ডের মেয়েদের অংশগ্রহণ ওইসিডির অন্য দেশগুলোর চেয়ে কম৷
এই বিষয়ে সচেতনতা গড়ে তোলার অংশ হিসেবেই আভা মুর্তোর হাতে একদিনের দায়িত্ব হস্তান্তর করেন ফিনল্যান্ডের ৩৪ বছর বয়সি প্রধানমন্ত্রী সানা মেরিন৷ তবে একেবারে কাজহীন সময় কাটাননি গত ডিসেম্বরে ক্ষমতা গ্রহণ করা বিশ্বের কনিষ্ঠতম সরকার প্রধান৷ সকালে তিনি বাজেট সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন৷
এনএস/এসিবি (এএফপি)
গতবছর ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...